For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের প্রযুক্তিক্ষেত্রে বড়সড় প্রকল্প থেকে দুই নামী চিনা সংস্থার নাম ছাঁটাই! জল্পনার পারদ তুঙ্গে

ভারতের প্রযুক্তি বড়সড় প্রকল্প থেকে ২ নামী চিনা সংস্থার নাম ছাঁটাই! জল্পনার পারদ তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

ভারত সরকারের কোপ দৃষ্টিতে এবার পড়তে চলেছে চিনের একাধিক সংস্থা। আগেই এবিষয়ে মোদী সরকার খানিকটা ইঙ্গিত দিয়ে দিয়েছিল। চিনের কোনও সংস্থাকেই রেয়াত আর করা হবেনা ভারতে। সেই মতোই এবার চিনের দুই নামী সংস্থার নাম সম্ভবত ছাঁটাই হচ্ছে ভারতের দুটি বড়সড় প্রকল্প থেকে।

 কোন সংস্থার ওপর কোপ!

কোন সংস্থার ওপর কোপ!

ভারতের ফাইভ জি প্রকল্পের সঙ্গে সংযুক্তি ছিল চিনা সংস্থা হুয়াওয়ের নাম। এবার সরকারি সূত্রের দাবি, এই নাম সম্ভবত এবার প্রকল্প থেকে বাদ যেতে চলেছে। হুয়াওয়ে ও জেডটিইর মতো সংস্থা ভারতের প্রযুক্তিক্ষেত্রের অন্যতম তাবড় প্রকল্পে থাকলেও,শেষ পর্যন্ত চিন সংঘাতের জেরে তাদের নাম বাদ যাচ্ছে।

 সংস্থার মালিকানা নিয়ে প্রশ্ন!

সংস্থার মালিকানা নিয়ে প্রশ্ন!

এক সরকারি সূত্রের দাবি অনুযায়ী, ভারত সরকারের কাছে এখনও এটা স্পষ্ট নয় যে হুয়াওয়ে বা জেডটিইর মতো সংস্থার মালিকানা কে নিয়ন্ত্রণ করে। এর নেপথ্যে চিনের কমিউনিস্ট সরকারের প্রভাব কতটা, তা নিয়ে সন্দিহান দিল্লি।

চিনা সংস্থার নাম ছাঁটাইয়ে কোন ফ্যাক্টর কাজ করেছে?

চিনা সংস্থার নাম ছাঁটাইয়ে কোন ফ্যাক্টর কাজ করেছে?

মনে করা হচ্ছে, এই ফাইভ জি প্রকল্প দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় কর্মপ্রক্রিয়া। আর সেই কারণেই তা নিরাপদ রাখার চেষ্টায় দিল্লি। এই নিরাপত্তার কারণেই কোনও চিনা সংস্থা কে এই প্রকল্পের মধ্যে রাখতে চাইছে না সরকার। এছাড়াও সাম্প্রতি ক পরিস্থিতিতে চিনের গুপ্তচরবৃত্তি নিয়ে একাধিক তথ্য মোদী সরকারের হাতে এসে পৌঁছানোয় সরকার আরও সতর্ক হয়েছে।

 চিনের ব্যবসা ভারতে কীসের ওপর নির্ভরশীল?

চিনের ব্যবসা ভারতে কীসের ওপর নির্ভরশীল?

যদিও এই সংস্থাগুলির নাম ছাঁটাইয়ের বিষয়ে সেভাবে কিছু জানাতে চাইছে না। কারণ দিল্লি এই মুহূর্তে দেখতে চায়, চিন সীমান্ত সংঘাতের বিষয়ে কী কী সিদ্ধান্ত নিয়েছে। সীমান্তে শান্তি ফেরাতে চিন কতটা আগ্রাসী সেটা দেখেই তবে চিনের সংস্থার ভারতে বাণিজ্য সম্পর্কে দিল্লি সিদ্ধান্ত নেবে বলে খবর।

চিনের ওপর আরও বড় 'ডিজিটাল স্ট্রাইক'-এর গেমপ্ল্যানে মোদী সরকার! ফের বেজিং-সংহারে তৈরি দিল্লি চিনের ওপর আরও বড় 'ডিজিটাল স্ট্রাইক'-এর গেমপ্ল্যানে মোদী সরকার! ফের বেজিং-সংহারে তৈরি দিল্লি

English summary
Modi Government likely to exclude Chinese firm from 5G roll-out says new report .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X