For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পোঁতা হচ্ছে সার সার পেরেক, কাটা হচ্ছে জলের সংযোগ! কৃষকদের ঠেকাতে রণংদেহি মেজাজে মোদী সরকার

পোঁতা হচ্ছে সার সার পেরেক, কাটা হচ্ছে জলের সংযোগ! কৃষকদের ঠেকাতে রণংদেহি মেজাজে মোদী সরকার

  • |
Google Oneindia Bengali News

প্রতিবাদী কৃষকদের ঠেকাতে ইতিমধ্যেই দিল্লির তিন সীমান্তে দুর্ভেদ্য ব্যারিকেড তৈরি করেছে দিল্লি পুলিশ। কোথাও দেওয়া হয়েছে কাঁটাতার, কোথাও পোঁতা হয়েছে পেরেক, আবার কোথাও তোলা হয়েছে কংক্রিটের পাঁচিল। সিঙ্ঘু হোক টিকরি, গাজীপুর। ছবিটা কমবেশি সর্বত্র একই।

পুঁতে রাখা হয়েছে সার সার গজাল,পেরেক

পুঁতে রাখা হয়েছে সার সার গজাল,পেরেক

৩-৪ স্তরে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে প্রতিটা সীমান্তই। প্রতিটি ব্যারিকেডের ঠিক পরে রাস্তায় পুঁতে রাখা হয়েছে সার সার গজাল আর পেরেক। দিল্লির ৩ সীমানাকে এ ভাবেই নিরাপত্তার দুর্গে পরিণত করে ফেলেছে কেন্দ্র। যা দেখে শিউরে উঠছেন দেশবাসী। দেখে মনে হতে দেশের মধ্যেই যেন আরও এক আন্তর্জাতিক সীমানা তৈরি করে কৃষকদের বিচ্ছিন্ন দ্বীপে পাঠাতে চাইছে সরকার।

তৈরি হয়েছে ৪ স্তরীয় নিরাপত্তা বলয়

তৈরি হয়েছে ৪ স্তরীয় নিরাপত্তা বলয়

এমনকী গাজিপুর-মেরঠ হাইওয়ে ধরে উত্তরপ্রদেশ থেকে কৃষকরা দিল্লিতে যাতে ঢুকতে না পারে, তার জন্য সেই হাইওয়ের উপর ৪ স্তরীয় নিরাপত্তার দেওয়ালও তোলা হয়েছে। এদিকে গত দু-দিন ধরেই দিল্লির সীমান্তের এই বজ্রআঁটুনির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে কাঁটাতারের বেড়ার পাশাপাশি সিমেন্টের দেওয়াল তোলায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে।

কেন্দ্রকে নিশানা রাহুলের

কেন্দ্রকে নিশানা রাহুলের

রাহুলের পাশাপাশি সরব হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। সোশ্যাল মিডিয়া পোস্টে ব্যারিডেকেডের ছবি দিয়ে রাহুল-প্রিয়াঙ্কার প্রশ্ন, , প্রধানমন্ত্রী কী নিজেদের কৃষকদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করছেন? এমনকী দেওয়াল তোলা নিয়েও কেন্দ্রকে চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করতে দেখা যায় সোনিয়া পুত্রকে। এদিকে রাস্তায় কাঁটাতার দেওয়ার পাশাপাশি সিঙ্ঘু সীমান্তে কৃষকদের অস্থায়ী শৌচালয়ের বাইরেও ব্যারিকেড দিয়ে দিয়েছে পুলিশ।

 কেটে দেওয়া হচ্ছে জলের লাইনও

কেটে দেওয়া হচ্ছে জলের লাইনও

এমনকী ২৬ জানুয়ারির পর থেকে সঠিক ভাবে জলসরবরাহও নেই বলে জানা যাচ্ছে। অনেক জায়গাতেই জলের লাইন পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। এই বিষয়ে গত শুক্রবারই দিল্লি পুলিশের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনতে দেখা যায় দিল্লির জলমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে। অভিযোগ, সিঙ্ঘুতে জল সরবরাহ বন্ধ করতে তার উপর দিল্লি পুলিশের পাশাপাশি চাপ সৃষ্টি করেছেন খোদ দিল্লি জল বোর্ডের ভাইস-চেয়ারম্যান রাঘব চাদা।

বামের বিরুদ্ধে জমবে লড়াই! নির্বাচনের আগে 'শক্তি' যাচাই করতে 'জেনারেল' নিয়োগ বিজেপির বামের বিরুদ্ধে জমবে লড়াই! নির্বাচনের আগে 'শক্তি' যাচাই করতে 'জেনারেল' নিয়োগ বিজেপির

English summary
Delhi Police is turning the Delhi border into a battlefield to stop the peasant movement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X