For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষকদের প্রতিবাদের কাছে মাথা নোয়াতে বাধ্য মোদী সরকার, ফের কেন্দ্রের বিরুদ্ধে খড়গহস্ত রাহুল

প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার নয়া দরজা খুলছে ভারত! এ্যারো ইন্ডিয়ার প্রদর্শনীতে বার্তা মোদীর

  • |
Google Oneindia Bengali News

কৃষক আন্দোলন ঠেকাতে দিল্লিতে রীতিমতো যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিয়েছে মোদী সরকার। কেটে দেওয়া হয়েছে আন্দোলনরত কৃষকদের পানীয় জলের লাইন, বন্ধ করে দেওয়া হয়েছে অস্থায়ী শৌচালয় ব্যবস্থা, বন্ধ ইন্টারনেট। আর এই খবর ছড়িয়ে পড়তেই ক্রমেই আন্তর্জাতিক মঞ্চে তীব্র সমালোচনার মুখে পড়ে মোদী সরকার। এবার এই নিয়ে সরব হলেম রাহুল গান্ধী।

১৫ ঘণ্টা আলোচনাতে রাজি কেন্দ্র

১৫ ঘণ্টা আলোচনাতে রাজি কেন্দ্র

প্রসঙ্গত উল্লেখ্য, কৃষক আন্দোলন ঠেকাতে কেন্দ্রের পদক্ষেপের কড়া নিন্দা করে পপস্টার রিহানা, কমলা হ্যারিসের ভাইঝি সহ একাধিক খ্যাতনামা সেলিব্রিটিদের টুইট করতে দেখা যায়। চাপের মুখে পড়ে ইতিমধ্যেই ধীরে ধীরে সুর নরম করতে শুরু করেছে কেন্দ্র। বিরোধীদের দাবি মেনে কৃষি আইন নিয়ে সংসদে ১৫ ঘণ্টা আলোচনাতেও রাজি হয়েছে কেন্দ্র।

কেন দিল্লিকে দুর্গে পরিণত করা হয়েছে?, প্রশ্ন রাহুলের

কেন দিল্লিকে দুর্গে পরিণত করা হয়েছে?, প্রশ্ন রাহুলের

এবার এই রেশ ধরেই কেন্দ্রকে নিশানা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বলতে শোনা যায়, " আজ নয় তো কাল কৃষকদের দাবির কাছে সরকারকে মাথানত করতেই হবে। তবে এত দেরি কেন ?" পাশাপাশি রাহুলের আরও প্রশ্ন, "কেন দিল্লিকে দুর্গে পরিণত করা হয়েছে? আন্দোলনকারী কৃষকদের মারধর, হুমকি দেওয়া হচ্ছে কেন? উল্টে সমস্যা সমাধানের বিন্দুমাত্র চেষ্টা করছে না কেন্দ্র।"

কংক্রিটের ব্যারিকেড নিয়েও মোদী সরকারের তীব্র তুলোধনা রাহুলের

কংক্রিটের ব্যারিকেড নিয়েও মোদী সরকারের তীব্র তুলোধনা রাহুলের

এদিকে প্রতিবাদী কৃষকদের ঠেকাতে ইতিমধ্যেই দিল্লির তিন সীমান্তে দুর্ভেদ্য ব্যারিকেড তৈরি করেছে দিল্লি পুলিশ। কোথাও দেওয়া হয়েছে কাঁটাতার, কোথাও পোঁতা হয়েছে পেরেক, আবার কোথাও তোলা হয়েছে কংক্রিটের পাঁচিল। যা নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রাহুল গান্ধীকে। ওইসব ব্যারিকেডের ছবি টুইট করে রাহুল লেখেন, সেতু বানান, দেওয়াল নয়। পাশাপাশি কৃষক আন্দোলনের সমর্থনকারীদের টুইটার অ্যাকাউন্ট ব্লক করারও তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায় সোনিয়া পুত্রকে।

 দেশবাসীর নজর ঘোরাতেই কৃষকদের বিরুদ্ধে অভিযোগ আনছে বিজেপি

দেশবাসীর নজর ঘোরাতেই কৃষকদের বিরুদ্ধে অভিযোগ আনছে বিজেপি

পাশাপাশি মোদী সরকারের তুলোধনা করে এদিন রাহুলকে আরও বলতে শোনা যায়, "আসলে গোটা পরিস্থিতিই এখনও সরকারের হাতের বাইরে চলে গিয়েছে। দেশ শাসনে ব্যর্থ মোদী সরকার। এই সরকারের অপদার্থতাও ক্রমেই প্রকট হচ্ছে। এমতাবস্থায় নিজেদের অযোগ্যতা থেকে নজর ঘোড়াতেই কৃষকদের বিরুদ্ধে অভিযোগ আনছে বিজেপি।"

রাজীবকে দলে রাখতে চেষ্টা করেছিলেন স্বয়ং মমতাই! কাদের দিয়ে ফোন, 'ফাঁস' করলেন বিজেপি নেতা রাজীবকে দলে রাখতে চেষ্টা করেছিলেন স্বয়ং মমতাই! কাদের দিয়ে ফোন, 'ফাঁস' করলেন বিজেপি নেতা

English summary
government have to bow its head in front of the peasant movement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X