For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সরকার দেশদ্রোহিতা করেছে, পেগাসাস ইস্যুতে তোপ রাহুলের! অস্বস্তি বাড়ালেন স্বামীও

মোদী সরকার দেশদ্রোহিতা করেছে, পেগাসাস ইস্যুতে তোপ রাহুলের! অস্বস্তি বাড়ালেন স্বামীও

  • |
Google Oneindia Bengali News

সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে ফের একবার পেগাসাস ইস্যুতে অস্বস্তিতে মোদী সরকার। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত খবরে কার্যত বিস্ফোরক দাবি করা হয়েছে। তাঁদের দাবি, ২০১৭ সালেই সামরিক চুক্তির সঙ্গেই পেগাসাস কেনা হয়। আর তা হয় দুই বিলিয়ন মার্কিন ডলারে। ফোনে আড়ি পাতার জন্যেই এই সফটওয়্যার মোদী সরকার কেনে বলেও দাবি ওই সংবাদমাধ্যমে। এই খবর সামনে আসার পরেই চরম অস্বস্তিতে বিজেপি সরকার।

মোদী সরকার দেশদ্রোহিতা করেছে, পেগাসাস ইস্যুতে তোপ রাহুলের! অস্বস্তি বাড়ালেন স্বামীও

অন্যদিকে এই ঘটনায় ফের একবার বিরোধীদের তোপে মুখে প্রধানমন্ত্রী। এই খবর সামনে আসার পরেই কেন্দ্রীয় সরকারকে বিঁধে টুইট করতে থাকেন রাহুল গান্ধী। তিনি লেখেন, মোদী সরকার দেশদ্রোহিতা করেছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল আরও লেখেন, মোদী সরকার গণতন্ত্রে প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষের উপর গোয়েন্দাগিরি করতেই এই স্পাইওয়ার কিনেছিল। আর এর মাধ্যমে সেনাবাহিনী, বিরোধী দলনেতা এবং বিচার ব্যবস্থার উপরেও সরকার আড়ি পেতেছে বলেও বিস্ফোরক অভিযোগ কংগ্রেস নেতার।

শুধু রাহুল গান্ধীই নয়, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেও এই খবর সামনে আসার পরেই বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। সোশ্যাল মিডিয়াতে তাঁর দাবি, মোদী সরকার ভারতের শত্রুপক্ষের মতো কাজ কেন করল? ভারতীয় নাগরিকদের উপরেই পেগাসাসের মতো স্পাইওয়ার ব্যবহার করতে হল! সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন বর্ষীয়ান কংগ্রেস নেতার। তাঁর মতে, পেগাসাস ব্যবহার করে গোয়েন্দাগিরি চালানো দেশদ্রোহের সমান। কেউ আইনের উর্ধে নয় এটা মনে রাখা দরকার বলে মত খার্গের।

এই ঘটনা সামনে আসার পরেই একের পর এক কংগ্রেস নেতা এই নিয়ে মুখ খুলেছেন। ইয়ুথ কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বলেন, এবার প্রমাণিত হয়ে গেল যে চৌকিদারই আসল 'চোর'। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, নিউ ইর্‍্যক টাইমস সব ফাঁস করে দিয়েছে। আর এতে পরিস্কার যে ২০১৭ সালে পেগাসাস কিনেছিল ভারত। সামরিক চুক্তির মধ্যেই এই স্পাইওয়ার তাঁরা কিনেছিল। কিন্তু তা কেন দেশের মানুষের উপর প্রয়োগ হল তা নিয়ে প্রশ্ন কংগ্রেস নেতার?

অন্যদিকে এই ঘটনায় ঘরের মধ্যেই অস্বস্তি বাড়ছে বিজেপির। বিজেপিতে বিদ্রোহীর ভূমিকাতে সুভ্রমনিয়াম স্বামী। প্রথম দিন থেকে একের পর এক পেগাসাস নিয়ে বোমা ফাটিয়েছেন তিনি। আর এই খবর সামনে আসার পর ফের একবার মোদী সরকারকে তুলোধোনা স্বামীর। তাঁর মতে, মোদী সরকারের উচিৎ প্রকাশিত খবরকে খন্ডন করা আর যোগ্য জবাব দেওয়া।

উল্লেখ্য এর আগে সরকার স্পষ্ট জানায় যে এমন কোনও ঘটনা কোনওদিনই ঘটেনি। এমনকি সরকার কারোর উপর নজর রাখেনি বলেও সংসদে জানিয়েছে। কিন্তু এদিনের খবরে স্পষ্ট বিজেপির অস্বস্তি। এমনকি আগামী বাজেটে যে এই বিষয়ে বিরোধীরা বিজেপির উপর চাপ বাড়াতে চলেছে তাও স্পষ্ট।

English summary
Modi government has committed treason, alleges Rahul Gandhi as report released on pegasus is out
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X