For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে রাজ্যে বাড়ছে সংক্রমণ, করোনা বিধি ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখল কেন্দ্র

রাজ্যে রাজ্যে বাড়ছে সংক্রমণ, করোনা বিধি ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখল কেন্দ্র

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সংক্রমণ একাধিক রাজ্যে। পশ্চিমবঙ্গকে ইতিমধ্যেই সতর্ক করেছে কেন্দ্র। ডেল্টা ভ্যারিয়েন্টের নতুন স্ট্রেনের হদিশ মিলেছে মধ্য প্রদেশ ও মহারাষ্ট্রে। পরিস্থিতি মোকাবিলায় ৩০ নভেম্বর পর্যন্ত গোটা দেশে করোনা বিধি বহাল রাখল কেন্দ্র। নভেম্বর মাস জুড়ে রয়েছে উৎসব। দীপাবলির বড় উৎসব রয়েছে দেশে। উৎসবের আনন্দে করোনা সংক্রমণ বাড়তে পারে আশঙ্কা করেই বাড়ানো হয়েছে কোভিড বিধির সময়সীমা।

বাড়ল করোনা বিধি

বাড়ল করোনা বিধি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত গোটা দেশে করোনা বিধি বহাল থাকবে। অর্থাৎ নাইট কার্ফু, দূরত্ব বিধি থেকে শুরু করে কন্টেনমেন্ট জোন একাধিক বিষয়ে যে বিধিনিষেধ ছিল সেগুলি বহাল থাকবে বলে জানানো হয়েছে। দীপাবলি উৎসবও গোটা দেশকে করোনা বিধি মেনেই পালন করতে হবে বলে জানানো হয়েছে।করোনার থার্ড ওয়ভের আশঙ্কায় আগে থেকেই সতর্কতা জারি করা হয়েছে। করোনা সংক্রমণ মারাত্মক আকার নিতে পারে সেই আশঙ্কায় আগে থেকেই সতর্ক মোদী সরকার। প্রথমে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল ছিল করোনা বিধি সেটা বাড়িয়ে ৩০ অক্টোবর করা হয়। তারপরে আবার সেটা বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হল

পশ্চিমবঙ্গে বাড়ছে করোনা সংক্রমণ

পশ্চিমবঙ্গে বাড়ছে করোনা সংক্রমণ

দুর্গাপুজোর পর থেকে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। কলকাতা সহ একাধিক জেলায় করোনা ভাইরােসর সংক্রমণ ছড়িয়েছে। ইতিমধ্যেই একাধিক জেলায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে ৯৯০ জন গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গে। কলকাতায় আক্রান্তদের মধ্যে অধিকাংশই করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন। অনেকে আবার উপসর্গহীন। যাঁরা করোনার উপসর্গহীন তাঁদের নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যে। এই নিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য পদক্ষেপ করার নির্দেশ দওয়া হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সোনারপুরে ৩ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। নাইট কার্ফু কড়া করা হয়েছে। মাস্ক পরা নিয়ে রাস্তায় চলছে চেকিং।

দেশে বাড়ল করোনা সংক্রমণ

দেশে বাড়ল করোনা সংক্রমণ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। ১৬,১৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবারের থেকে এক ধাক্কায় ২০ শতাংশ বেড়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। মারা গিয়েছেন ৭৩৩ জন। সেখানেও বেড়েছে মৃত্যুর হার। গত কয়েক মাস করোনা ভাইরাসের সংক্রমণ কমতে কমতে ১৫ হাজারের নীচে নেমে এসেছিল। সেটা হঠাৎ করে বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে। দেশে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ৪ লক্ষ হয়ে গিেয়ছে। দেশে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ১৬০,৯৮৯ জন।

নতুন স্ট্রেনের হদিশ

নতুন স্ট্রেনের হদিশ

এদিকে আবার করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। সেই স্ট্রেনের সংক্রমণ ধরা পড়েছে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে। প্রায় ৭ জন ডেল্টা ভ্যারিয়েন্টের নতুন স্টেপেন আক্রন্ত হয়েছেন ভোপালে। তারমধ্যে ২ সেনা অফিসারও ছিলেন। করোনা ভাইরাসের সংক্রমণে থার্ড ওয়েভ অক্টোবর মাসেইআছড়ে পড়বে বলে জানিয়েছিলেন গবেষকরা। ডেল্টার এই নতুন স্ট্রেন সেই থার্ড ওয়েভ নিয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের একাধিক দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে।চিন, রাশিয়া, নিউজিল্যান্ডে করোনা বিধি কড়া করা হয়েছে। চিনে একাধিক শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Coronavirus restriction increased
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X