For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বল্প সঞ্চয়ে সুদ কমাল মোদী সরকার! করোনায় লকডাউনে মাথায় হাত মধ্যবিত্তদের

স্বল্প সঞ্চয়ে সুদ কমাল মোদী সরকার! করোনায় লকডাউনে মাথায় হাত মধ্যবিত্তদের

  • |
Google Oneindia Bengali News

নতুন অর্থবর্ষে স্বল্প সঞ্চয়ে সুদ কমাল কেন্দ্রীয় সরকার। অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয়ের সঙ্গে পিপিএফেরও সুদ কমানোর সিদ্ধান্ত নেওয়া হল। পিপিএফ-সহ মোট সাতটি ক্ষেত্রে সুদ কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। মোদী সরকার ঘোষণা করেছে, সাতটি স্বল্প সঞ্চয়ে নয়া সুদের হার কার্যকর হবে ১ এপ্রিল বুধবার থেকেই।

কোন খাতে কত সুদ কমল

কোন খাতে কত সুদ কমল

পিপিএফে সুদ কমল ০.৮ শতাংশ। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সুদ ৭.৯ শতাংশ থেকে ৬.৮ শতাংশ করা হচ্ছে। কিষাণ বিকাশ পথ্রে সুদ ৭.৬ শতাংশ থেকে কমিয়ে ৬.৯ শতাংশ হচ্ছে। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে সুদ কমে হচ্ছে ৮.৪ থেকে ৭.৬ শতাংশ। ৭.৯ শতাংশ থেকে পিপিএফের সুদ কমে হচ্ছে ৭.১ শতাংশ। মাসিক আয় প্রকল্পে সুদ ৭.৬ শতাংশ থেকে কমে ৬.৬ শতাংশ। প্রবীণ নাগরিকদের জন্য সিনিয়ন সিটিজেন্স সেভিংস স্কিমে ৮.৬ শতাংশ থেকে সুদ কমে হচ্ছে ৭.৪ শতাংশ।

মাথায় হাত অবসরপ্রাপ্ত প্রবীণদের

মাথায় হাত অবসরপ্রাপ্ত প্রবীণদের

এই সুদ কমানোর সিদ্ধান্তে মাথায় হাত অবসরপ্রাপ্ত প্রবীণদের। অবসরপ্রাপ্তরা বেশিরভাগই স্বল্প সঞ্চয়ে জমানো টাকার সুদে জীবন চালান। আর্থিক বছরের শেষ দিনে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এমন সিদ্ধান্তে হতাশ তাঁরা। পিপিএফ-সহ সাতটি স্বল্প সঞ্চয়ে সুদ কমে হচ্ছে ০.৮ শতাংশ থেকে ১.৮ শতাংশ। ১ এপ্রিল বুধবার থেকেই তা কার্যকর করে দেওয়া হয়েছে।

কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি নয় মধ্যবিত্তরা

কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি নয় মধ্যবিত্তরা

লকডাউনের জেরে যখন জনজীবন স্তব্ধ, তখন স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোয় হতাশ মধ্যবিত্ত শ্রেণির মানুষ। ২১ দিন লকডাউনের ঘোষণা হয়েছে করোনা ভাইরাসের প্রকোপ থেকে জনজীবনকে রক্ষা করতে। এর ফলে সাধারণ মানুষদের আয় ও খাদ্যসংকট দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তারপর কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি নয় মধ্যবিত্তরা।

English summary
Narendra Modi government decides to reduce interest in small savings skim. Mediocre are in trouble in this lockdown situation due to coronavirus epidemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X