For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটির দৌলতে প্রথম বছরে সরকারের কোষাগারে এল এত টাকার

অর্থ মন্ত্রক জানিয়েছে জিএসটি-র প্রথম বছরে কর বাবদ ৭.৪১ ট্রিলিয়ন টাকা ঢুকেছে সরকারের ঘরে।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

২০১৭ সালের জুলাই মাস থেকে চালু হয়েছিল নয়া কর ব্য়বস্থা গুডস্ অ্য়ান্ড সার্ভিস ট্য়াক্স বা জিএসটি। অর্থ মন্ত্রক জানিয়েছে জিএসটি-র প্রথম বছরে কর বাবদ ৭.৪১ ট্রিলিয়ন টাকা ঢুকেছে সরকারের ঘরে। এরমধ্যে চারমাসের কর সংগ্রহ ধরা হয়নি, কারণ বছরের মাঝখানে চালু হয়েছিল নয়া কর ব্য়বস্থা।

জিএসটির দৌলতে প্রথম বছরে সরকারের কোষাগারে এল এত টাকার

[আরও পড়ুন: রেরা বা রিয়েল এস্টেট রেগুলেশন অ্যাক্ট প্রয়োগে কোন কোন রাজ্য এগিয়ে, কোথায় পশ্চিমবঙ্গ জানুন][আরও পড়ুন: রেরা বা রিয়েল এস্টেট রেগুলেশন অ্যাক্ট প্রয়োগে কোন কোন রাজ্য এগিয়ে, কোথায় পশ্চিমবঙ্গ জানুন]

ওই বিবৃতিতে জানানো হয়েছে. '২০১৭-১৮ সালে, আগস্ট ২০১৭ থেকে মার্চ ২০১৮-র মধ্যে মোট জিএসটি জমা পড়েছে ৭.১৯ লক্ষ কোটি টাকার। এরমধ্য়ে কেন্দ্রীয় জিএসটির পরিমাণ ১,১৯ লক্ষ কোটি, রাজ্যের জিএসটি রয়েছে ১.৭২ লক্ষ কোটি, এবং আন্তর্জাতিক জিএসটি রয়েছে ৩.৬৬ লক্ষ কোটি টাকার। এছাবা সেস বাবদ মিলেছে ৬২,০২১ কোটি টাকার। '

এর আগে জিএসটি লাগু হওয়ার প্রথম আটমাসের জিএসটি সংগ্রহের পরিমাণ জানানো হয়েছিল। তখন তার পরিমাণ ছিল ৭.১৭ চ্রিলিয়ন টাকা। অর্থাৎ গত একমাসে সরকারের ঘরে রাজস্ব ঢুকেছে ২৪ হাজার কোটি টাকার। আগের আটমাসে গড়ে রাজস্ব এসেছে ৮৯ হাজার কোটি টাকার।

না, হঠাত করে কর সংগ্রহে ভাটা পড়েনি। আসলে কেন্দ্রীয় সরকার রাজস্ব হিসাবের পদ্ধতিতে বদল আনতে চলেছে। এতদিন পর্যন্ত প্রতি মাসের রিটার্ণ ফাইল করার পরই সে মাসের জমা পবার পরই সে মাসের করপ্রপ্তির হিসাব দেওয়া হত। যা হতে হতে পরের মাসের তৃতীয় সপ্তাহ পেরিয়ে যেত। কিন্তু ২০১৮-১৯ আর্থিক বছরে, যা এই মাস থেকে শুরু হতে চলেছে, প্রতি মাসের শেষ তারিখের মধ্যে সংগৃহিত করই রেকর্ডে রাখা হবে। যেমন এপ্রিল মাসের কর সংগ্রহের হিসেব প্রকাশ করা হবে ১ মে।

[আরও পড়ুন:মহিলাদের রূপ নিয়ে মন্তব্য ঘিরে ঐশ্বর্যের প্রসঙ্গ টেনে ফের বিতর্কে বিপ্লব][আরও পড়ুন:মহিলাদের রূপ নিয়ে মন্তব্য ঘিরে ঐশ্বর্যের প্রসঙ্গ টেনে ফের বিতর্কে বিপ্লব]

English summary
India collected Rs7.41 trillion in taxes in the first year of the goods and services tax (GST).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X