For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চাষিদের জন্য ঐতিহাসিক দিন'! মোদী সরকার এবার চাষিদের জন্য আরও বড় সুবিধা নিয়ে এল

'চাষিদের জন্য ঐতিহাসিক দিন'! মোদী সরকার এবার চাষিদের জন্য আরও বড় সুবিধা নিয়ে এল

  • |
Google Oneindia Bengali News

আগেই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছিলেন যে, মোদী সরকার চাইছে চাষিরা তাদের নিজেদের পণ্য যেন সঠিকমূল্যে বিক্রি করতে পারেন, তার বন্দোবস্ত ইতিমধ্যেই মন্ত্রিসভা শুরু করেছে। এমন পরিস্থিতিতে এদিন মোদী মন্ত্রিসভা নতুন এক সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নতুন আইন সংস্করণ

নতুন আইন সংস্করণ

মোদী সরকারের তরফে এবার এসেনশিয়াল কনিউডিটি অ্যাক্ট ১৯৫৫ কে ফের সংস্কার করা হল। যার ফলে সরকার এখন থেকে কৃষকদের জন্য নতুন সুবিধা চালু করল। কৃষকরা এবার থেকে নিজের রাজ্যের বাইরে অন্য রাজ্যে গিয়ে ফসল বিক্রি করতে পারবেন বলে জানানো হয়েছে।

 'ঐতিহাসিক দিন'

'ঐতিহাসিক দিন'

এদিন কেন্দ্রের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন, 'দেশের চাষিদের জন্য ঐতিহাসিক দিন আজ। ভারত স্বাধীনতা পেয়েছিল ১৯৪৭ সালে, আর আজ দেশের চাষিরা স্বাধীনতা পেলেন।'

 কেন এই নতুন আই সুবিধার হল?

কেন এই নতুন আই সুবিধার হল?

এতদিন পর্যন্ত একজন চাষি নিজের রাজ্যের বাজারে কম সংখ্যক ক্রেতা পেলেও, সেখানেই কৃষিপণ্য বিক্রি করতে বাধ্য হতেন। তবে এখন আর তা হবে না। এখন থেকে নিজের রাজ্যের বাইরে গিয়ে একজন চাষি নিজের ফসল বিক্রি করতে পারবেন।

 করোনা বিপদে মোদী সরকার চাষিদের পাশে

করোনা বিপদে মোদী সরকার চাষিদের পাশে

এর আগে আরও এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় মোদী সরকারের মন্ত্রিসভা। ' ১৪ টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে ৫০-৮৩ শতাংশে। যাতে দেশের চাষিরা স্বস্তি পান।' একথা আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে জানিয়ে দেওয়া হয়।

পুরসভার প্রশাসক সংক্রান্ত মামলার রায় দেবে কলকাতা হাইকোর্ট, নির্দেশ সুপ্রিম কোর্টেরপুরসভার প্রশাসক সংক্রান্ত মামলার রায় দেবে কলকাতা হাইকোর্ট, নির্দেশ সুপ্রিম কোর্টের

English summary
Modi government allows Framers to sell products in other states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X