For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিক্ষাক্ষেত্রে ৯৯,৩০০ কোটি টাকা বাজেট বরাদ্দ, হবে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ

শিক্ষাক্ষেত্র ঢেলে সাজাতে বিপুল আর্থিক বরাদ্দের কথা ঘোষণা মোদী সরকার।

Google Oneindia Bengali News

শিক্ষাক্ষেত্র ঢেলে সাজাতে বিপুল আর্থিক বরাদ্দের কথা ঘোষণা নরেন্দ্র মোদী সরকারের। শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন এবং আধুনিকীকরণের ৯৯ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একইসঙ্গে শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশিবিনিয়োগের কথাও ঘোষণা করেছেন তিনি।

৯৯,৩০০ কোটি বরাদ্দ

৯৯,৩০০ কোটি বরাদ্দ

শিক্ষা ক্ষেত্র ঢেলে সাজাতে ৯৯,৩০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার মধ্যে ৩০০০ কোটি টাকা স্কিল ডেভলপমেন্টের জন্য বরাদ্দ করা হয়েছে। দেশের শিক্ষা ক্ষেত্রে নতুন নীতি প্রণয়নের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। নয়া শিক্ষা নীতি যে মোদী আনতে চলেছেন এই নিয়ে আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল। বাজেট অধিবেশনে আনুষ্ঠানিকভাবে সেকথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

 প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ

প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ

দেশের আর্থিক অবস্থার উন্নয়নে বিপুল পরিমান বিনিয়োগ জরুরি বলে আগেই জানিয়েছিলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। মোদীর বাজেটে তার গুরুত্ব ধরা পড়েছে। সেকারণেউ শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

উচ্চশিক্ষায় জোর

উচ্চশিক্ষায় জোর

দেশবাসীকে উচ্চশিক্ষায় উৎসাহ যোগাতে প্রায় ১৫০ উচ্চশিক্ষা কেন্দ্র খোলার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পিপিপি মডেলে সেই শিক্ষাকেন্দ্রগুলি তৈরি করা হবে। ২০২১ সালের মধ্যে দেশের ছাত্রছাত্রীরা এই শিক্ষাক্ষেত্রের সুবিধা পাবেন। পুরসভা গুলিকে স্থানীয় ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়াও অনলাইনে স্নাতকস্তরে কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্লিল ডেভলপমেন্ট শিক্ষায় জোর

ক্লিল ডেভলপমেন্ট শিক্ষায় জোর

কর্মসংস্থানের সুযোগ বাড়াতে স্কিল ডেভলপমেন্ট শিক্ষায় জোর দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার জন্য অতিরিক্ত ৩০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিদেশে শিক্ষক, নার্স, প্যারামেডিকেলের বিপুল চাকরির সুযোগ রয়েছে। সেই সুযোগ বাড়াতেই ক্লিস ডেভলপমেন্ট শিক্ষায় জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এশিয়া এবং আফ্রিকার পড়ায়ারাও এবার ভারতে স্যাট পরীক্ষায় বসার সুযোগ পাবেন। বৃত্তিমূলক শিক্ষায় বিশেষ জোর দেওয়া হবে। পিপিপি মডেলে আরও বেশি মেডিকেল কলেজ তৈরি হবে। শিক্ষায় সুযোগ তৈরি করতে এসবিআইকে শিক্ষা ঋণ বাড়ানোর অনুরোধ করা হয়েছে।

English summary
Modi Government allocate 99,300 Cror for education sector
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X