For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম থেকে কেন্দ্র কত টাকা আয় করেছে, সংসদে জানাল মোদী সরকার

  • |
Google Oneindia Bengali News

সামনেই ভোট। একটি নয়, দুটি নয় ,পর পর ৪ রাজ্যে হাইভোল্টেজ নির্বাচন । সঙ্গে পুদুচেরির মতো কেন্দ্রশাসিত অঞ্চলেও রয়েছে ভোট। এমন একটি অবস্থায় দেশে বাড়তে থাকা জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এদিকে, এই পেট্রোল ও ডিজেল নিয়ে সংসদে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে মোদী সরকার।

 পেট্রোল, ডিজেলের দাম থেকে কেন্দ্রের আয়

পেট্রোল, ডিজেলের দাম থেকে কেন্দ্রের আয়

সংসদে মোদী সরকার জানিয়েছে, পেট্রোল ও ডিজেলের মতো জ্বালানির থেকে গত ২০২০ সালের ৬ মে থেকে কত টাকা আয় করেছে কেন্দ্র। প্রসঙ্গত, কেন্দ্রের তরফে পেট্রোল ও ডিজেলের দামে বিহঃশুল্ক থেকে শুরু করে সেস ও সারচার্জ ধার্য করা থাকে। আর তার জেরে মোদী সরকার প্রতি লিটারে কত আয় করেছে সেই পরিসংখ্যান পেশ করেছে সংসদে।

 টাকার অঙ্কের কিছু হিসাব

টাকার অঙ্কের কিছু হিসাব

দেখা যাচ্ছে ২০২০ সালের ৬ মে থেকে কেন্দ্রীয় সরকার পেট্রোল থেকে লিটার প্রতি ৩৩ টাকা ও ডিজেলে লিটার প্রতি ৩২ টাকা আয় করেছে। এদিকে দেখা যাচ্ছে , ২০২০ সালের মার্চ থেকে মে মাসের তুলনা করলে, পেট্রোল থেকে কেন্দ্র আয় করেছে লিটার প্রতি ২৩ টাকা। আর ডিজেল থেকে লিটার প্রতি ১৯ টাকা।

 ২০২০ জানুয়ারি থেকে মার্চের মধ্যে পরিস্থিতি কেমন ছিল?

২০২০ জানুয়ারি থেকে মার্চের মধ্যে পরিস্থিতি কেমন ছিল?

দেখা গিয়েছে, ২০২০ সালে ১ জানুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত পেট্রোলে লিটার প্রতি ২০ টাকা আয় করেছে সরকার। আর ডিজেলে লিটার প্রতি ১৬ টাকা আয় করেছে । প্রসঙ্গত পেট্রোলের দামের ওপর চাপানো অতিরিক্ত শুল্ক থেকেই এই আয় এসেছে।

 জিএসটি ও জ্বালানি

জিএসটি ও জ্বালানি

প্রসঙ্গত, পেট্রোল ও ডিজেলের মতো পণ্যকে জিএসটির আওতায় অন্তর্ভূক্ত করা নিয়ে বহুদিন ধরেই আলোচনা হচ্ছে। সংসদে মোদী সরকারের তরফে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন উপযুক্ত সময়ে এই জ্বালানিকে জিএসটির আওতায় রাখা হতে পারে। তবে আপাতত এই নিয়ে কোনও প্রস্তাব আসেনি।

English summary
Modi Government admits to earning Rs 33 per litre from petrol, Rs 32 from diesel
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X