For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের জিএসটির ধাপ রদবদল করতে চলেছে মোদী সরকার

ফের জিএসটির ধাপ রদবদল করতে চলেছে মোদী সরকার

Google Oneindia Bengali News

ফের জিএসটি বদলের সম্ভাবনা। ২টি জিএসটি ধাপের পরিবর্তনের পরিকল্পনা করছে মোদী সরকার। কর সংগ্রহের ঘাটতি পূরণের জন্য এই জিএসটিতে পরিবর্তন আনা হচ্ছে বলে মনে করা হচ্ছে। ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত িজএসটি ধাপে পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। ১৮ শতাংশ ধাপের কিছু জিনিসকে ২৮ শতাংশের ধাপে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

ফের জিএসটির ধাপ রদবদল করতে চলেছে মোদী সরকার

আর্থিক মন্দার কারণে জিএসটি সংগ্রহেও ঘাটতি দেখা দিেয়ছে। তবে নভেম্বরে জিএসটি সংগ্রহ কিছুটা হলেও বেড়েছে। তবে কোষাগারের ঘাটতি পূরণে তা যথেষ্ট নয়। সেকারণেই বেশ কিছু জিএসটির ধাপের পুনর্বিন্যাস করার কথা ভাবছে মোদী সরকার। এক কথায় কম জিএসটির ধাপের জিনিসগুলিকে বেশি জিএসটির ধাপে নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করা হচ্ছে।

এখনও পর্যন্ত ১৩০০ জিনিস এবং ৫০০টি পরিষেবা ৫, ১২, ১৮ এবং ২০ শতাংশ জিএসটির মধ্যে রেখেছে মোদী সরকার। সোনার উপর যেমন ৩ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে। সেমি প্রেসাশ স্টোনের উপর ০.২৫ শতাংশ জিএসটি বসানো হয়েছে। কোষাগারের ঘাটতি পূরণে বেশ কিছু সামগ্রির জিএসটির ধাপ বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। তারমধ্যে যেমন রয়েছে মোবাইল ফোন। মোবাইল ফোনের জিএসটি ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ এবং দামি ধাতুর জিএসটি ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার কথা ভাবছে মোদী সরকার।

English summary
Modi Goverment may change GST slabs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X