For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির সংসদীয় নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী, বক্তৃতা দিতে গিয়ে হয়ে পড়লেন আবেগপ্রবণ

Google Oneindia Bengali News

বিজেপির সংসদীয় নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী, বক্তৃতা দিতে গিয়ে হয়ে পড়লেন আবেগপ্রবণ
নয়াদিল্লি, ২০ মে : বিজেপির সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী। বরিষ্ঠ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী সংসদীয় দলের নেতা হিসাবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করে। বিজেপির শীর্ষ নেতা মুরলী মোহন যোশী, সুষমা স্বরাজ, বেঙ্কাইয়া নাউডু,অরুণ জেটলি, নীতিন গড়কড়ি আদবানীর প্রস্তাবিত নরেন্দ্র মোদীর নাম সমর্থন করলেন। এর পরেই রাজনাথ সিং বিজেপির সংসদীয় নেতা হিসাবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করেন।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Humbled & grateful on being unanimously elected as the leader of the BJP Parliamentary Party in a meeting at the iconic Central Hall.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/468677602106802176">May 20, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিন সংসদীয় নেতা নির্বাচিত হওয়ারক পর নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে উঠে বলেন, অটল জির শরীর ঠিক থাকলে উনি আজ এখানে উপস্থিত থাকলে সোনায় সোহাগা হত। ওনার আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। সংসদ ভবনে দাঁড়িয়ে মোদী বলেন, এই ভবন লোকতন্দ্রের মন্দির। আমরা এখানে কোনও পদের জন্য আসিনি, বরং মানুষের আশা-আকাঙ্খার জন্য এসেছি।

১৩ সেপ্টেম্বর সংসদীয় বোর্ড আমার নতুন দায়িত্ব দিয়েছিল। ১৫ই থেকে আমি কাজ শুরু করেছিলাম। যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তা কতটা পালন করেছি তার রিপোর্ট কার্ড আমার অধ্যক্ষ রাজনাথ সিংয়ের কাছে দিয়েছিলাম ১০ মে সন্ধ্যায়। আমি যে কাজ করেছি তা মন প্রাণ লাগিয়ে করার চেষ্টা করেছি। আমাদের আরও কাজ করতে হবে। ২০১৯ সালে আবার আমার রিপোর্ট কার্ড দেব।

২০১৯ সালে আবার আমার কাজের রিপোর্ট কার্ড দেব আপনাদের কাছে : নরেন্দ্র মোদী

সংসদ ভবনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর মুখ্যমন্ত্রী দফতর দেখেছিলাম। তার পরেই বিধানসভা দেখেছিলাম। এখানেও তাই। একইসঙ্গে তিনি বলেন, যারা আমাদের স্বাধীনতা দিয়েছেন তাদের প্রণাম জানাচ্ছি। যাঁরা সংবিধান বানিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। মানুষের অনেক আশা ও বিশ্বাস রয়েছে বিজেপির উপর। আমার উপর। আমাদের স্বপ্ন ওই মানুষগুলির স্বপ্ন পূরণ করা।

ভাষণ রাখতে গিয়ে আচমকাই আবেগপ্রবণ হয়ে পড়েন নরেন্দ্র মোদী। তিনি বলেন, আদবানীজি বলেছেন আমি কৃপা করেছি। এরপরই কেঁদে ফেলেন মোদী। বলেন, ভারত আমার মা। তেমনই বিজেপিও আমার মা। কোনও ছেলে মায়ের উপর কৃপা করতে পারেন না। সে খালি নিজের মন দিয়ে মায়ের সেবা করতে পারেন। আমরা যে নতুন সরকার গড়ব তা গরীবদের জন্য, যুবকদের জন্য, মা-বোনেদের জন্য। বিজেপির একক গরিষ্ঠতা প্রমাণ করছে মানুষ আশা বিশ্বাস নিয়ে বিজেপিকে ভোট করেছে। এটা শুধুই বিগত সরকারের প্রতি ক্ষোভের আস্ফালন নয়। হাম চলে ইয়া না চলে দেশ চল পড়া হ্যায়।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>No words will be enough to express my gratitude to the hard work of generations of Karyakartas who made this historic day for BJP a reality.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/468677917027729408">May 20, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

মোদী বলেন, দলের বরিষ্ঠ নেতারা আমাকে কাঁধে চাপিয়েছেন, তাই জন্যই মোদীকে জেখা যায়। মোদী বড় বলে নয়। আমাদের আরও ভাল কাজ করে এগিয়ে যেতে হবে। সংসদ ভবন লোকতন্ত্রের মন্দির। আমি আশাবাদী, আমার ডিএনএ-তেই লেখা রয়েছে। আশাবাদী দেশে আশার সঞ্চার করতে পারে। সংকট আসবেই। পুরনো যত খারাপ অভিজ্ঞতাই থাকুক না কেন, নিরাশার পিছু ছাড়তে হবে আমাদের।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Due to his health we didn't have the honour of having Atal ji with us during the meeting but we always have his blessings! </p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/468678121965645825">May 20, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এর পরেই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী। এনডিএ-র ১৫ জনের একটি প্রতিনিধি দলও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। ১৫ তম প্রধানমন্ত্রী হিসাবে আগামী ২৬ মে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। এদিন এক সাংবাদিক সম্মেলনে রাজনাথ সিং এই কথা ঘোষণা করেন।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>I congratulate all previous Govts. & their leaders. We will take their good work ahead & work harder to fulfil people's dreams & aspirations</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/468678848209371137">May 20, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Ours will be a Govt. that thinks, works & lives for the poor. This will be a Govt. dedicated to the villages, youth & women of India.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/468679186505154561">May 20, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
Narendra Modi elected as BJP's parliamentary party leader, turns emotional during his speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X