For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার ফল ঘোষণার দিন একলা ধ্যান করছিলেন নরেন্দ্র মোদী, দেখেননি টিভি, ধরেননি ফোন

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৫ মার্চ : ২০১৪ সালের ১৬ মে, যেদিন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার কাজ চলছিল, সেদিন সকাল থেকে নিজের ঘরে একলা ধ্যান করছিলেন নরেন্দ্র মোদী। সেই ঘরে কোনও টিভি, রেডিও কিচ্ছু ছিল না। এমনকী, দুপুর ১২টার আগে তিনি কোনও ফোনও ধরেননি।

প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন সম্পর্কিত এমনই অনেক অজানা তথ্য উঠে এসেছে সদ্য প্রকাশিত "দ্য মোদী এফেক্ট: ইনসাইড নরেন্দ্র মোদী'জ ক্যাম্পেন টু ট্রান্সফর্ম ইন্ডিয়া" বইতে।

লোকসভার ফল ঘোষণার দিন একলা ধ্যান করছিলেন নরেন্দ্র মোদী, দেখেননি টিভি, ধরেননি ফোন


লেখক ল্যান্স প্রাইস, যিনি প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মিডিয়া উপদেষ্টা। বইতে তিনি লিখেছেন, যেদিন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়, সেদিন মোদীর জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল।

বইতে মোদী বলেছেন, ‘সেদিন সকালে যখন গণনা চলছিল, আমি একদম একলা ছিলাম। টিভি দেখিনি। নির্বাচনের ধকলকে সামলাতে সেদিন সকাল থেকে নিজের ঘরে ধ্যান করছিলাম। দুপুর ১২টার আগে কারও সঙ্গে ফোনে কথাও বলিনি।' মোদী যোগ করেন, ‘আমার মনে আছে, প্রথম ফোন পেয়েছিলাম রাজনাথ সিংহের কাছ থেকে। তিনিই আমাকে ফলাফলের খবরাখবর দেন। তিনিই জানান, নির্বাচনের ভবিতব্য নিশ্চিত হয়ে গিয়েছে এবং আমরা নির্বাচন বিপুলভাবে জিতছি।'

কবে তাঁর মনে হয়েছে যে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন? এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০১২ সালে গুজরাত নির্বাচন জেতার পরই তাঁর মনে হয়েছিল, তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন। তবে, এর জন্য তিনি যে কোনওদিন দলের মধ্যে লবি করেননি, তাও মনে করিয়ে দিয়েছেন মোদী।

বইয়ের লেখক লান্স প্রাইস জানিয়েছেন, বইয়ের স্বার্থে মোদী তাঁকে অনেক সময় দিয়েছিলেন। তিনি মোদীর সঙ্গে চারবার দেখা করেছেন বলেও জানিয়েছেন লেখক। প্রত্যেকবার তাঁদের সাক্ষাত্ এক ঘণ্টার বেশি সময় ধরে ছিল। তবে, গোধরা নিয়ে একটি কথাও বলতে চাননি তিনি। জানান, অনেক বলা হয়েছে আর নয়।

English summary
PM Modi Didn't Watch TV, Took Calls Only After Noon on Lok Sabha Poll Result Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X