For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মন কি বাত'-এ রাশিয়া-ইউক্রেন নিয়ে মৌনী রইলেন মোদী

'মন কি বাত'-এ রাশিয়া-ইউক্রেন নিয়ে মৌনী রইলেন মোদী

  • |
Google Oneindia Bengali News

নিয়ম মেনেই রবিবার সকাল ১১টা থেকে ৮৬ তম 'মন কি বাত' অনুষ্ঠানে বক্তব্য রাখলেন মোদী৷ সারা দেশের সঙ্গেই বিশ্বের অনেক প্রান্তের মানুষই আশা করেছিলেন আজ হয়ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বলবেন মোদী। কিন্তু খুবই সাবধানভাবে এই প্রসঙ্গে কোনও রকম বক্তব্য রাখলেন না দেশের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে ইতিমধ্যেই বারবার ভারতের হস্তক্ষেপ চেয়েছেন ইউক্রেন৷ রাশিয়ার রাষ্ট্রপতিকে যুদ্ধ বন্ধের জন্য ভারতকে অনুরোধও করতে বলে ইউক্রেন। এরপর প্রধানমন্ত্রী মোদী ফোনে পুতিনের সঙ্গে কথাও বলেছেন। কিন্তু এখনও পর্যন্ত সরাসরি রাশিয়া বা ইউক্রেন কাউকেই সমর্থন করতে দেখা যায়নি ভারতকে৷ ৮৬ তম মন কি বাত অনুষ্ঠানেও রাশিয়া-ইউক্রেন নিয়ে মৌণ থাকলেন মোদী৷

মন কি বাত-এ রাশিয়া-ইউক্রেন নিয়ে মৌনী রইলেন মোদী

রাশিয়া-ইউক্রেন নিয়ে 'মন কি বাত' অনুষ্ঠানে কিছু না বললেও এদিন প্রধানমন্ত্রী মোদী ভারতীয় বিজ্ঞানীদের প্রচেষ্টার প্রশংসা করেন৷ তিনি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় বিজ্ঞানীদের ভূমিকা প্রশংসনীয়। তাঁদের কঠোর পরিশ্রমের কারণেই 'মেড ইন ইন্ডিয়া' ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয়েছে৷'

এরপর শিশুদের প্রতিভা বিকাশের কথা উল্লেখ করে মোদী বলেন, 'শিশুদের বিজ্ঞানমনষ্ক মনোভাব গড়ে তোলার দিকে আমাদের নজর দিতে হবে। এরপরই 'মিশন জল থাল' প্রকল্পের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী, তিনি বলেন, শ্রীনগরে 'মিশন জল থাল'-এর কাজ চলছে। জলাশয় পরিষ্কার করার জন্য এটি একটি প্রশংসনীয় প্রচেষ্টা। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টা সবসময়ই সমাজে যে কোনও প্রকল্পকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 'কুশল সার' এবং 'গিল সার'-কে কেন্দ্র করে হ্রদ এবং পুকুর পরিষ্কার করার জন্য শ্রীনগরে 'মিশন জল থাল' একটি কল্যাণকর গণ আন্দোলনে পরিনত হয়েছে৷

৮৬ তম 'মন কি বাত' অনুষ্ঠানে তানজানিয়ার কিলি পলের প্রশংসা করলেন মোদী৮৬ তম 'মন কি বাত' অনুষ্ঠানে তানজানিয়ার কিলি পলের প্রশংসা করলেন মোদী

দেশের আগামী উৎসবগুলি নিয়ে 'মন কি বাত' অনুষ্ঠানে মোদী বলেন, আগামীদিনে শিবরাত্রি, হোলির মতো উৎসবগুলি রয়েছে৷ আমি সবাইকে 'ভোকাল ফর লোকাল' মেনে চলার জন্য এবং স্থানীয় বাজার থেকে কেনাকাটা করে উৎসব উদযাপন করার জন্য অনুরোধ করছি৷ এই উৎসবগুলি উৎসাহের সঙ্গে উদযাপন করুন তবে সতর্ক থাকতে ভুলবেন না।

English summary
Modi did not say anything about Russia-UkraineRussia-Ukraine crisis in 86 'Mann Ki Baat'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X