For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হবে, বাজারে রটছে এমনই ভুয়ো খবর

দেশে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হবে, বাজারে রটছে এমনই ভুয়ো খবর

Google Oneindia Bengali News

‌করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই ফের নতুন করে ভুয়ো খবর ছড়ালো। এবার যে ভুয়ো খবর বাজারে ছড়িয়েছে তা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সংবিধানের ৩৬০ অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণা করবেন। যদিও এটা সম্পূর্ণ ভুল খবর।

দেশে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হবে, বাজারে রটছে এমনই ভুয়ো খবর


এক অনলাইন ওয়েবাসাইটে এই খবরটি প্রকাশিত হয়। যেখানে বলা হয়েছে যে কোভিড–১৯–এর প্রকোপের ফলে সরকার আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করবেন ৩৬০ অনুচ্ছেদের আওতায়। দয়া করে কেউ এই খবরটি বিশ্বাস করবেন না এবং সরকারের এরকম কোনও পরিকল্পনাও নেই। এই খবরটি ভুয়ো বলেছে প্রসার ভারতী নিউজ সার্ভিস। প্রসার ভারতীর পক্ষ থেকে এও বলা হয়েছে যে এ ধরনের খবরে বিশ্বাস না করতে কারণ এগুলি ভুয়ো ও বিদ্বেষপরায়ন খবর।

সংবিধানের ৩৬০ অনুচ্ছেদের আওতায় কেন্দ্র সরকার দেশে আর্থিক জরুরি অবস্থা আরোপ করতে পারে। এটি এমন একটি আইন যা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীদের কাউন্সিলের পরামর্শে আর্থিক জরুরী অবস্থা আরোপের জন্য অনুমতি দেয়, যেখানে কেন্দ্রকে আর্থিক সংস্থান কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে সরাসরি রাজ্যগুলিকে ক্ষমতা দেওয়া হয়। অনুচ্ছেদে বলা হয়েছে, '‌রাষ্ট্রপতি যদি সন্তুষ্ট হন যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যার মাধ্যমে ভারতের বা তার অঞ্চলের যে কোনও অংশের আর্থিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে, তবে তিনি এই ঘোষণা করতে পারেন।’‌

English summary
There is a news doing the rounds stating that Prime Minister Narendra Modi will declare emergency under Article 360 of the Indian Constitution.‌
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X