For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাস্কের পর এবার গামছা, করোনা সচেতনতা বাড়াতে এভাবেই ভাষণ রাখলেন মোদী!

Google Oneindia Bengali News

এতদিন বাড়িতে তৈরি মাস্ক পরার পরামর্শ দিয়েছিলেন তিনি। শনিবারদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের বৈঠকে নিজেও পরেছিলেন বাড়িতে তৈরি মাস্ক। আক এবার দেশবাসীর উদ্দেশে ভআষণ দিতে এসে করোনা সংক্রমণ নিয়ে সচেতনতা বাড়াতে নাকে মুখে জড়ালেন গামছা।

দেশে মাস্কের ঘাটতি, মোদী জড়ালেন সাদা গামছা

দেশে মাস্কের ঘাটতি, মোদী জড়ালেন সাদা গামছা

সাদা রঙের গামছা। ধারে রয়েছে লাল বা মেরুন রঙের ছোঁয়া। একদিকে যখন দেশে মাস্কের ঘাটতি দেখা দেওয়ায় বিরোধীদের কটাক্ষের সামনে পড়তে হচ্ছে তাঁকে। তখন সাধারণ মানুষকে বাড়িরই সাধারণ জিনিস ব্যবহারে করোনা মোকাবিলার টোটকা দিচ্ছেন প্রধানমন্ত্রী। সেই মতো নিজেও গামছা জড়িয়ে এবার এলেন জনগণের সামনে।

মাস্কের ঘাটতি থাকায় বিরোধীদের ক্রমাগত কটাক্ষ

মাস্কের ঘাটতি থাকায় বিরোধীদের ক্রমাগত কটাক্ষ

বিরোধীরা ক্রমাগতই কটাক্ষ করে আসছিলেন, মোদী সরকার যথেষ্ট মাস্কের ব্যবস্থা করতে পারছে না। সেই ব্যর্থতা ঢাকতে প্রধানমন্ত্রী গামছায় মুখ ঢাকার কথা বলছেন। কিন্তু তিনি যে নিছক কথার কথা বলেননি, তা প্রমাণ করতে আজ মোদী নিজেই গামছায় মুখ ঢেকে জবগণের সামনে এলেন।

এদিন কী বললেন মোদী?

এদিন কী বললেন মোদী?

'এই লড়াই খুব ভালোভাবে এগিয়ে চলেছে। আপনাদের চেষ্টায় ভারত করোনাকে অনেকটা আটকে রাখতে সমর্থ হয়েছে। আপনাদের কষ্ট এই দেশকে বাঁচিয়েছে।' এই বার্তা দিয়েই এদিন নববর্ষের সকালে ২১ দিনের লকডাউনের বৃদ্ধির বার্তা দিয়েছেন মোদী। প্রধানমন্ত্রীর এদিনের ভাষণে সবার আগে দেশবাসীর প্রতি নববর্ষ থেকে বৈশাখীর শুভেচ্ছা জানান মোদী। এরপর নিজের বক্তব্য রাখতে শুরু করেন মোদী।

লকডাউনের মেয়াদ বাড়ল ৩ মে পর্যন্ত

লকডাউনের মেয়াদ বাড়ল ৩ মে পর্যন্ত

মোদী এদিন বলেন, 'অনেক দেশ যেখানে একসময়ে ভারতের মতোই আক্রান্ত ছিল, সেখানে এখন ভারতের থেকে ২৫ গুণ বেশি করোনা আক্রান্ত রয়েছে। পরিস্থিতিকে আমরা যেভাবে সামলেছি সেটার লাভ আমরা পেয়েছি। সোশ্যাল ডিসট্যান্সিং ও লকডাউনের সুফল আমরা পেয়েছি।' তিনি এরপর বলেন, 'সমস্ত দিক নজর রেখে ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হল। যেভাবে এখন লকডাউন পালন করা হয়েছে, সেভাবেই এরপরেও লক়ডাউন কার্যকর করুক সকলে।'

English summary
modi dawns gamcha while addressing the ntion about extension of coronavirus lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X