For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর অভিনন্দন উদ্ধবকে! ৩ শরিক দলের ২ জন করে মন্ত্রী নেবেন শপথ

উদ্ধব ঠাকরেকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার উদ্ধব ঠাকরে প্রধানমন্ত্রীকে শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে ফোন করেন।

  • |
Google Oneindia Bengali News

উদ্ধব ঠাকরেকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার উদ্ধব ঠাকরে প্রধানমন্ত্রীকে শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে ফোন করেন। সেই সময় তাঁকে অভিনন্দন জানান মোদী। এর আগে অবশ্য শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণের কার্ড মোদীকে পাঠানো হয়েছিল। অন্যদিকে আদিত্য ঠাকরে দেখা করেন সনিয়া গান্ধীর সঙ্গে।

সেজে উঠেছে শিবাজি পার্ক

উদ্ধব ঠাকরের শপথগ্রহণ উপলক্ষে সেজে উঠেছে মুম্বইয়ের শিবাজি পার্ক। এদিন উদ্ধর ঠাকরে ছাড়াও তিন দলের থেকে ২ জন করে মন্ত্রী শপথ নেবেন। কংগ্রেসের পক্ষ থেকে শপথ নেবেন বালাসাহেব থোরাট এবং অশোক চবন। এনসিপির তরফে শপথ নেবেন জয়ন্ত পাতিল এবং ছগন ভুজবল। অন্যদিকে, শিবসেনার তরফে শপথ নেবেন সুভাষ দেশাই এবং একনাথ শিন্ডে।

ইন্দিরার সঙ্গে বাল ঠাকরের পোস্টার

মুম্বইয়ে শিবসেনা ভবনের কাছেই ইন্দিরা গান্ধীর সঙ্গে বাল ঠাকরের পোস্টার তুলে ধরা হয়েছে।

শপথ গ্রহণে থাকবেন সব দলের প্রতিনিধিই

শপথ গ্রহণে থাকবেন সব দলের প্রতিনিধিই

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। থাকবেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

সম্ভবত যাচ্ছেন না সনিয়া গান্ধী

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠাবে সম্ভবত যাচ্ছেন না সনিয়া গান্ধী। তবে কংগ্রেসের তরফে কোনও প্রতিনিধিকে দিল্লি থেকে তিনি পাঠাতে পারেন বলেই জানা গিয়েছে। তাঁকে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন আদিত্য ঠাকরে।

English summary
Modi congratulate Uddhav Thackeray as he invites Prime Minister for swearing in ceremony
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X