For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাত বছরে রেকর্ড কমেছে জিডিপি, মোদীর দাবি এমন উন্নয়ন কখনও হয়নি

বেহাল অর্থনীতি। সব শিল্পে মন্দার বাজার, শেয়ার বাজারে ধস। সাত বছরে রেকর্ড কমেছে জিডিপি। এই চরম অবস্থার মধ্যেও মোদীর দাবি দেশের এমন দ্রুত উন্নয়ন আর কোনও সরকারের আমলে ঘটেনি।

Google Oneindia Bengali News

বেহাল অর্থনীতি। সব শিল্পে মন্দার বাজার, শেয়ার বাজারে ধস। সাত বছরে রেকর্ড কমেছে জিডিপি। এই চরম অবস্থার মধ্যেও মোদীর দাবি দেশের এমন দ্রুত উন্নয়ন আর কোনও সরকারের আমলে ঘটেনি। ১০০ দিনের কাজে বিপুল সাফল্য দাবি করেছেন মোদী। তিনি জানিয়েছেন, এই কয়েক বছরে দেশের গ্রামীণ এলাকা যেভাবে উন্নত হয়েছে তা আগে কখনও হয়নি। মোদীর দাবি ভোটের আগে বিজেপি দাবি করেছিল উন্নয়নে। সেই প্রতিশ্রুতি পূরণ করেছে সরকার।

সাত বছরে রেকর্ড কমেছে জিডিপি, মোদীর দাবি এমন উন্নয়ন কখনও হয়নি

শুধু উন্নয়নই নয় মোদী সরকার দুর্নীতি দমনের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও পূরণ করে দেখিয়েছে বলে দাবি। হরিয়ানার রোহতরে বিধানসভা ভোটের আগে এই উন্নয়নকেই হাতিয়ার করে এগোতে তাইছে বিজেপি। মোদীর বক্তব্য সেই ইঙ্গিতই মিলেছে।
আর দেশের করুন আর্থিক অবস্থাকে গুরুত্ব না দিয়ে ধামা চাপা দেওয়া মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। লোকসভা ভোটে জাতিয়তাবাদকে হাতিয়ার করে এগোলেও বিধানসভা ভোটগুলিতে উন্নয়নকেই হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির।

[ মোদীর ট্রাফিক আইনের বিরোধিতায় জোট বাঁধছে বিজেপি শাসিত দুই রাজ্য][ মোদীর ট্রাফিক আইনের বিরোধিতায় জোট বাঁধছে বিজেপি শাসিত দুই রাজ্য]

আর দেশের আর্থিক অবস্থাটা অনেকটা প্রদীপের তলার অন্ধকারের মতোই ঢাকা দিতে চাইছেন তিনি। যেটা তলিয়ে না দেখলে সাধারণের পক্ষে খুব একটা আঁচ করা সম্ভব নয়। আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে মোদী সরকার।

[জঙ্গিদের মূলস্রোতে ফেরাতে কোটি কোটি টাকা খরচ করেছে পাকিস্তান, দাবি পাকমন্ত্রীর][জঙ্গিদের মূলস্রোতে ফেরাতে কোটি কোটি টাকা খরচ করেছে পাকিস্তান, দাবি পাকমন্ত্রীর]

English summary
Modi claimed country has never seen such rapid development
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X