For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুর বদলালেন মোদী, ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য দুষলেন মমতাকে

Google Oneindia Bengali News

 সুর বদলালেন মোদী, ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য দুষলেন মমতাকে
শিলিগুড়ি, ১০ এপ্রিল : বিজেপির সঙ্গে জোট নয় মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানিয়ে দেওয়ার পরও কলকাতায় জনসভা করতে এসে মুখ্য়মন্ত্রীকে নিয়ে বেশ নরম মনোভাব দেখিয়েছিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। বলেছিলেন দিদি থাক বাংলায় বিজেপি থাকুক দিল্লিতে। কিন্তু পরিবর্তনের হাওয়া এবার মোদীর বক্তব্যেই। বৃহস্পতিবার শিলিগুড়িতে জনসভা করতে এসে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন মোদী। বললেন, তৃণমূলের আমলে কোনও পরিবর্তনই আসেনি বাংলায়।

এদিন মোদী বলেন, যখন বাংলায় ক্ষমতা বদল হল। আমি ভেবেছিলাম উন্নয়ন হবে। কিন্তু কিছুই হয়নি। ওরা শুধু ভোট ব্যাঙ্কের রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে। মোদীর সমালোচনা না করলে ওনার খাবার হজম হয় না বলেও মমতাকে কটাক্ষ করলেন মোদী। মমতা নিজের অধিকাংশ সভাতেই বিজেপি তথা নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেন। তাঁকে সাম্প্রদায়িক বলে গুজরাত দাঙ্গার জন্য অভিযুক্ত করেন প্রকাশ্যে। তারই উত্তরে এদিন মমতাকে এভাবেই আক্রমণ করেন মোদী।

মুখ্যমন্ত্রীজি আপনি যত কাদা ছুঁড়বেন তত বেশি পদ্মফুল ফুটবে: মমতাকে কটাক্ষ মোদীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন স্লোগানের প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদী বলেন, ২ বছর কেটে গিয়েছে তৃণমূল ক্ষমতায় এসেছে। কিন্তু আপনারা কি কোনও পরিবর্তন দেখতে পেয়েছএন, শিলিগুড়ির জনসভায় উপস্থিত জনতাকে প্রশ্ন ছুঁড়ে দেন মোদী। তারপরই মোদী বলেন, মানুষ প্রতারিত হয়েছে। যদি দিল্লিতে প্রগতিশীল ও দৃঢ় সরকার হয় তাহলে সমস্ত ছোটখাটো সমস্যাও সমাধান হবে।

তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিবর্তনের কথা বলছেন তা আসলে বুজরুকি। সত্যিকারের পরিবর্তন এবারে মানুষ দেখবে বলেও মন্তব্য করেন মোদী। এরপর নিজের ঢংয়েই মোদী বললেন, মুখ্যমন্ত্রীজি আপনি যত কাদা ছুঁড়বেন তত বেশি পদ্মফুল ফুটবে।

ফেব্রুয়ারি মাসে কলকাতায় এসে বাংলার সবচেয়ে বড় বিজেপির জনসভা করে গিয়েছেন নরেন্দ্র মোদী। সেবার কলকাতায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা না করলেও কোনও রকম সমালোচনাও করেননি মোদী। বরং ভারসাম্য বজায় রেখে মমতাকে হাতে রাখতে চেয়েছিলেন মোদী। তাই এমন কোনও কথাই সেদিন পরিণত মোদীর মুখে শোনা যায়নি যা তৃণমূল নেত্রীকে চটাতে পারে। এমনটাই অনুমান ছিল রাজনৈতিক মহলের একাংশের। কিন্তু একমাসের মধ্যেই মমতা সম্পর্কে নিজের মন্তব্যেরই ১৮০ ডিগ্রি ঘুরে মমতো বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে তলোয়ার শানালেন।

এদিন বক্তব্য রাখতে উঠে সারদা চিটফান্ড কেলেঙ্কারির প্রসঙ্গও টেনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন মোদী। বলেন, ওদের শাস্তি পাওয়া উচিত। তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতার এই কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগও আরও একবার সবাইকে মনে করিয়ে দিলেন। যে সরকার এত অল্প সময়ে লুঠের রাজনীতি শুরু করেছে তারা হাতে বেশি ক্ষমতা ও সময় পেলে যে কী করবেন তা নিয়ে তিনি উদ্বিগ্ন বলেও জানান মোদী।

English summary
Modi changes his tune, slams Mamata for vote bank politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X