For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল 'নামদার' আর তিনি 'কামদার'! কর্ণাটকে নির্বাচনী প্রচারে রাহুলকে আর যা বললেন মোদী

কংগ্রেস সভাপতির সাহস থাকলে কর্ণাটকে গিয়ে হিন্দি, ইংরেজি কিংবা মাতৃভাষায় কাগজ না দেখে নিজের দলের সিদ্দারামাইয়া সরকারের কাজ নিয়ে ১৫ মিনিট ভাষণ দিন। চ্যালেঞ্চ জানিয়ে বললেন মোদী।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকে ভোট প্রচারে গিয়ে রাহুল গান্ধীকে কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্ণাটকের চামারাজানগরের সান্থিমারালিতে বিজেপির সভায় রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, কংগ্রেস সভাপতির সাহস থাকলে কর্ণাটকে গিয়ে হিন্দি, ইংরেজি কিংবা মাতৃভাষায় কাগজ না দেখে নিজের দলের সিদ্দারামাইয়া সরকারের কাজ নিয়ে ১৫ মিনিট ভাষণ দিন। তাতে রাজ্যের মানুষ যা বোঝার বুঝে নেবেন বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

রাহুল নামদার আর তিনি কামদার! কর্ণাটকে নির্বাচনী প্রচারে রাহুলকে আর যা বললেন মোদী

এর আগে রাহুল গান্ধী বারবার দাবি করছিলেন সংসদে তাঁকে ১৫ মিনিট সময় দেওয়া হোক। তাঁকে সেই সুযোগ দেওয়া হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ মিনিট বসে থাকতে পারবেন না। এদিন কর্ণাটকে গিয়ে তারই জবাব দিলেন মোদী।

সমাবেশে মোদী অভিযোগ করেন, কর্ণাটকের কংগ্রেস সরকার দুর্নীতি গ্রস্ত। এমন কী কেন্দ্রের উন্নয়নমূলক কাজেও বাধা দিচ্ছে এই সরকার। রাহুল গান্ধী দেশের ইতিহাস জানেন না বলেও কটাক্ষ করেছেন মোদী।

এখানেই থেমে না থেকে রাহুল গান্ধীকে নামদার বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজেকে কামদার বলে দাবি করে, মোদী বলেন, তাঁরা রাহুলের সামনে বসতে পারবেন না। কেননা রাহুল বিখ্যাত আর তিনি নিজে একজন সাধারণ ব্যক্তি। ফলে রাহুলের সামনে বসে থাকার যোগ্য তিনি নন। এমনটাও বলেন প্রধানমন্ত্রী।

সমাবেশে মে দিবসকে স্মরণ করেও রাহুল গান্ধীকে কটাক্ষ করেন মোদী। তিনি দাবি করেন দেশের একশো শতাংশ গ্রামে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। যা হয়েছে তার সরকারের আমলেই। মোদীর অভিযোগ, এই কাজ স্বীকৃতি দেন না রাহুল। এদিন গ্রামীণ বিদ্যুদায়নের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের অভিনন্দন জানিয়েছেন মোদী।

English summary
Modi Challenges Rahul over 15 minute dare in the Karnataka Assembly election campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X