For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেএনইউতে ছাত্রছাত্রীদের ওপর হামলা, সরব নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্যরাও

জেএনইউ নিয়ে সরব মোদী মন্ত্রিসভার সদস্যরাও। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জেএেনইউ-এর প্রাক্তনী। রবিবার জেএনইউতে হামলার নিন্দা করেছেন তাঁরা।

  • |
Google Oneindia Bengali News

জেএনইউ নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্যরাও। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জেএেনইউ-এর প্রাক্তনী। রবিবার জেএনইউতে হামলার নিন্দা করেছেন তাঁরা।

সমালোচনা এস জয়শংকরের

জেএনইউতে হামলার ছবি তিনি দেখেছন। এই হিংসার নিন্দা করছেন মোদী সরকারের বিদেশমন্ত্রী স জয়শংকর। এই হামলা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির বিরুদ্ধে বলেও মন্তব্য করেছচেন তিনি। বর্তমান বিদেশমন্ত্রী রাষ্ট্রবিজ্ঞানে স্নানকোত্তর পাশ করেছিলেন জেএনইউ থেকে। এরপর এমফিল এবং আন্তর্জাতিক সম্পর্কে পিএইচডি করেছিলেন এই বিশ্ববিদ্যালয় থেকেই।

ভয়াবহ চিত্র, প্রতিক্রিয়া অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

জেএনইউ-এর যে চিত্র তিনি সংবাদ মাধ্যমে দেখেছেন, তা ভয়াবহ। এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন মোদী সরকারের বিদেশমন্ত্রী নির্মলা সীতারমনের। এই বিশ্ববিদ্যালয় বিতর্ক ও মতপ্রকাশের জায়গা, কিন্তু কোনওভাবেই সংঘরেষর জায়গা নয়, বলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ওই মন্ত্রী।

হামলায় এবিভিপির হাত, অভিযোগ এসএফআই-এর

হামলায় এবিভিপির হাত, অভিযোগ এসএফআই-এর

জেএনইউ ছাত্র সংসদের তরফে হামলার পিছনে এবিভিপি-র হাত থাকার অভিযোগ করেছে। পাল্টা এবিভিপির অভিযোগ বাম ছাত্র সংগঠনগুলি প্রথম হামলা চালিয়েছে।

হামলায় বাধা দেয়নি নিরাপত্তারক্ষীরা

হামলায় বাধা দেয়নি নিরাপত্তারক্ষীরা

ছাত্র সংসদের সহসভাপতি সাকেত মুন অভিযোগ করেছেন, রবিবারের হামলার সময় বাধা দেয়নি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা। তাদের সামনেই ঘটেছে হামলার ঘটনা। দীর্ঘ সময় থকে হস্টেলের ঘরে ঘরে গিয়ে ছাত্রছাত্রীদের খুঁজে বেরিয়েছে হামলাকারীরা।

English summary
Modi Cabinet Ministers Sitharaman, Jaishankar condemn violence in JNU as alum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X