For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যসভায় বাধা! তিন তালাককে আইনে পরিণত করতে নয়া পদক্ষেপ মোদী সরকারের

তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এমনই অর্ডিন্যান্সে সায় দিয়েছে। সংসদে এনিয়ে আইন পাশে এর আগে ব্যর্থ হয় বিজেপি নেতৃত্বাধীন সরকার।

  • |
Google Oneindia Bengali News

তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এমনই অর্ডিন্যান্সে সায় দিয়েছে। রাজ্যসভায় এনিয়ে আইন পাশে এর আগে ব্যর্থ হয় বিজেপি নেতৃত্বাধীন সরকার। গতবছর লোকসভায় পাশ হওয়া মুসলিম মহিলাদের সুরক্ষায় বিবাহ আইনে যে অধিকার দেওয়া আছে, এই অর্ডিন্যান্সে একইরকমের বিধান রাখা হয়েছে।

রাজ্যসভায় বাধা! তিন তালাককে আইনে পরিণত করতে নয়া পদক্ষেপ মোদী সরকারের

প্রস্তাবিত আইন নিয়ে বিরোধিতা বাড়তে থাকায় কেন্দ্রের তরফে রাজ্যগুলির মতামত চাওয়া হয়েছিল।

বিলে বলা হয়েছে, তাৎক্ষনিক তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ। এরজন্য কোনও মুসলিম পুরুষ তালাক শব্দটি তিনবার বলে স্ত্রীকে ত্যাগ করেন, তাহলে তার তিনবছরের জেল পর্যন্ত হতে পারে। বিলে মহিলা ও তার শিশুকে অস্তিত্ব ভাতা দেওয়ার সংস্থান রাখা হয়েছে। ছোট শিশুর ক্ষেত্রে অধিকার পাবেন মা। এমনও সংস্থান রাখা হয়েছে ওই বিলে।

বিলে বলা হয়েছে, মুখেই হোক কিংবা টেলিফোন, মোবাইল বা অন্য যে কোনও ইলেকট্রনিক মিডিয়াম যেমন হোয়াটস অ্যাপ কিংবা এসএমএস-এ দেওয়া তিন তালাক অবৈধ।

গতবছরের অগাস্টে সুপ্রিম কোর্টেও তাৎক্ষনিক তিন তালাককে অবৈধ এবং সংবিধান বহির্ভূত বলে জানিয়েছিল।

[আরও পড়ুন:এবার 'বাঙালি'দেরও নাগরিকত্ব! আফগানিস্তান নিয়েও বড় সিদ্ধান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর][আরও পড়ুন:এবার 'বাঙালি'দেরও নাগরিকত্ব! আফগানিস্তান নিয়েও বড় সিদ্ধান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর]

এর প্রেক্ষিতে মোদী সরকারের তরফে মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়েছিল। যাতে ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

[আরও পড়ুন: এবার এসে গেল হাইড্রোজেন ট্রেন! কী ভাবে কাজ করে, জেনে নিন বিস্তারিত][আরও পড়ুন: এবার এসে গেল হাইড্রোজেন ট্রেন! কী ভাবে কাজ করে, জেনে নিন বিস্তারিত]

সুপ্রিম কোর্ট তিন তালাককে অবৈধ ঘোষণার পরেও দেশের বিভিন্ন অংশ থেকে তিন তালাক নিয়ে অভিযোগ এসেছে। সুপ্রিম কোর্ট আদেশ দেওয়ার আগে যেখানে আদালতে ১৭৭ টি মামলা নথিভুক্ত হয়েছিল, সেখানে গতবছরের অগাস্টের পর থেকে ৭০ টি মামলা নথিভুক্ত হয়েছে।

[আরও পড়ুন:মঞ্চ থেকে দর্শককে হুমকি বাবুলের! ভিডিও হল ভাইরাল][আরও পড়ুন:মঞ্চ থেকে দর্শককে হুমকি বাবুলের! ভিডিও হল ভাইরাল]

English summary
Modi cabinet approves ordinance to make triple talaq a punishable offense
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X