For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় সংস্কারের পথে মোদী সরকার! মন্ত্রিসভায় ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেশন কর্পোরেশনের অনুমোদন

বড় সংস্কারের (reforms) পথে মোদী (Narendra Modi) সরকার (Govt)। এদিন মন্ত্রিসভা (Cabinet) ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেশন কর্পোরেশন (National land monetisation corporation) গঠনের ব্যাপারে অনুমোদন দিয়েছে। যা ভারত সরকারে

  • |
Google Oneindia Bengali News

বড় সংস্কারের (reforms) পথে মোদী (Narendra Modi) সরকার (Govt)। এদিন মন্ত্রিসভা (Cabinet) ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেশন কর্পোরেশন (National land monetisation corporation) গঠনের ব্যাপারে অনুমোদন (approval) দিয়েছে। যা ভারত সরকারে অধীন একটি কোম্পানি হিসেবে কাজ করবে। এই কোম্পানি রাষ্ট্রায়ত্ত সংস্থার জমি এবং সম্পত্তির মূল্য নির্ধারণ করবে। এনএলএমসি গঠনের জন্য কেন্দ্রের তরফে কোম্পানির জন্য প্রাথমিকভাবে ৫ হাজার কোটি টাকার শেয়ার মূলধন হিসেবে বরাদ্দ করা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত সংস্থার বাড়তি জমি ও সম্পত্তির মূল্য নির্ধারণ

রাষ্ট্রায়ত্ত সংস্থার বাড়তি জমি ও সম্পত্তির মূল্য নির্ধারণ

সরকার চেষ্টা করছে রাষ্ট্রায়ত্ত সংস্থার বাড়তি জমি এবং সম্পত্তি বিক্রি করতে। ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেশন কর্পোরেশন এই কাজে গতি আনবে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের হাতে থাকা বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ৩৪০০ একর জমি এবং অন্য সম্পত্তিকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল), মহানগর টেলিফোন নিগম লিমিটেড (এমটিএনএল), বি অ্যান্ত আর, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল), বিইএমএল, এইচএমটির মতো সংস্থা।

কীভাবে কাজ করবে নতুন সংস্থা

কীভাবে কাজ করবে নতুন সংস্থা

নতুন গঠিত এই সংস্থা অ্যাসেট ম্যানেজার হিসেবে কাজ করবে। কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার জমি ও সম্পত্তি নিয়ে কাজ করবে এই সংস্থা। সংস্থার একজন চিফ এদজিকিউটিভ অফিসার থাকবেন। এছাড়াও অর্থমন্ত্রকের আধিকারিকরা থাকবেন সদস্য হিসেবে। সরকারি উদ্যোগ বিভাগ, নগরোন্নয়ন মন্ত্রকের শীর্ষ আধিকারিক, বিভিন্ন আর্থিক সংস্থার ডিরেক্টর, রিয়েল এস্টেট শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও সেখানে রাখা হবে। একটি টেকনিক্যাল টিম ল্যান্ড মনিটাইজেশনের কাজটি করবে। সম্পত্তির ওপর নির্ভর করে শেয়ার বাজার থেকে এই সংস্থা টাকা তুলতে পারবে। এমনই রিপোর্ট প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।

কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা

কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা

২০২২-এর অর্থনৈতিক সমীক্ষায় কেন্দ্রীয় সরকারের মনিটাইজেশন প্ল্যান সম্পর্কে বলা হয়েছে, ২০২১-২২ থেকে ২০২৪-২৫-এই ৪ অর্থ বর্ষের মধ্যে ৬ লক্ষ কোটি টাকার মনিটাইজেশন করতে চায়।

২০২১-এর বাজেটে ঘোষণা

২০২১-এর বাজেটে ঘোষণা

২০২১-এর বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্পেশাল পার্পস ভেহিকলের প্রস্তাব করেছিলেন। সরাসরি বিক্রির মাধ্যমে কিংবা ছাড় কিংবা অন্য কোনও উপায়ের মাধ্য জমির মনিটাইজেশনের কথা বলেছিলেন। সেখানে তিনি এই কাজ করার জন্য বিশেষ ক্ষমতা সম্পন্ন সংস্থার কথাও উল্লেখ করেছিলেন। এবার তাই গঠন করা হল।
এর আগে ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের সচিব তুহিনকান্ত পাণ্ডে বলেছিলেন, জমি নিয়মিতভাবে মনিটাইজেশনের জন্য স্পেশাল পার্পস ভেহিকল মডেল হিসেবে কাজ করবে।

Weather Update: তাপমাত্রা বৃদ্ধি না শিলাবৃষ্টি? উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরেWeather Update: তাপমাত্রা বৃদ্ধি না শিলাবৃষ্টি? উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

English summary
Modi cabinet approves in National land monetisation corporation as big reforms
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X