For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিনামূল্যে টিকিট দিয়ে করোনা ছড়িয়েছে কংগ্রেস! রাহুল গান্ধীকে তোপ প্রধানমন্ত্রীর

কংগ্রেসকে চাঁচাছোলা আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সোমবার বাজেট নিয়ে সংসদে (Parliament) রাষ্ট্রপতির ভাষণের ওপরে ধন্যবাদসূচক ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানেই কংগ্রেসকে (Congress) তীব্র আক্রমণ শানালেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসকে চাঁচাছোলা আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সোমবার বাজেট নিয়ে সংসদে (Parliament) রাষ্ট্রপতির ভাষণের ওপরে ধন্যবাদসূচক ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানেই কংগ্রেসকে (Congress) তীব্র আক্রমণ শানালেন তিনি। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সাফল্য দাবি করেন তিনি।

রাহুল গান্ধীকে তোপ প্রধানমন্ত্রীর

করোনা কালে সরকারের সাফল্যের খতিয়ানও তুলে ধরেন তিনি। একই সঙ্গে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রন এবং গরিবি সমস্যা মেটাতে সরকারের কর্মযজ্ঞের কথাও প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের নীতিই হল বিভাজনের নীতি। এমনকি ঠুকরে ঠুকরে গ্যাংয়ের নেতা কংগ্রেস হয়ে গিয়েছে বলেও এদিন কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। বলেন, কংগ্রস দেশ থেকে গরিবি হঠানোর কথা বলেছিল। কিন্তু তা তো করতেই পারেনি, বরং গরীব মানুষই কংগ্রেসকে সরিয়ে দিয়েছে ক্ষমতা থেকে। মুদ্রাস্ফীতি নিয়ে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটা সময় নেহেরু বলেচ্ছিলেন দেশে মুদ্রাস্ফীতি কারন কোরিয়ার যুদ্ধ।

কিন্তু এই সরকার মানুষের কথা ভাবে। আর সেই কারণে দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রনে রয়েছে বলে দাবি প্রধানমন্ত্রীর। যদিও এহেন দাবির তীব্র বিরোধীতা করেন বিরোধিরা।

এদিন শুরু থেকে শেষ পর্যন্ত কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান প্রধানমন্ত্রী। আর তা বলতে গিয়েই তিনি বলেন করোনার সময়ে কংগ্রেস সমস্ত সীমাকে পাড় করে ফেলেছে। প্রধানমন্ত্রীর দাবি, যখন দেশে লকডাউন সামলাতে ব্যস্ত সবাই সেই সময়ে পরিযায়ী শ্রমিকদের হাতে বিনামূল্যে টিকিট দিয়ে মুম্বই স্টেশনে দাঁড় করিয়ে দিয়েছিল। যেখানে বিশেষজ্ঞরা বারবার বলছিল যে যেখানে আছেন সেখানেই থাকুন। এই অবস্থায় কংগ্রেসের বিরুদ্ধে নোংরা রাজনীতি খেলার অভিযোগ। শুধুমাত্র রাজ্যের উপর থেকে চাপ কমানোর জন্যে।

এক যোগে এদিন নাম না করে কেজরিওয়াল সরকারকেও তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। বলেন, দিল্লিতে এমন সরকার রয়েছে তাঁরা এবার অটো করে বিভিন্ন বস্তিগুলিতে প্রচার করেছে যাও পালিয়ে যাও। আর বাসে করে পরিযায়ী শ্রমিকদের গন্তব্যের আগেই ছেড়ে দিয়েছিল বলেও মারাত্মক অভিযোগ। আর এই কারণেই উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড সহ বিভিন্ন রাজ্যে করোনা ছড়িয়ে পড়েছিল বলেও মারাত্মক অভিযোগ।

অন্যদিকে এদিন রাহুল গান্ধীকেও তীব্র আক্রমণ শানান পিএম মোদী। বলেন, রাহুল কাউকে পরামর্শ দেওয়ার সময়ে ভুলে যান তাঁরাও দেশে ৫০ বছর রাজ করেছে। দুর্ভাগ্যের কথা আমাদের মধ্যে এমন লোক রয়েছে যাদের কাঁটা ২০১৪ সালে আটকে রয়েছে। আর সেখান থেকে কিছুতেই বার হতে তাঁরা পারছেন না বলেও দাবি প্রধানমন্ত্রীর। শুধু তাই নয়, এতবার হেরেও কংগ্রেসের অহংকার যাচ্ছে না বলেও তোপ তাঁর।

English summary
Congress attacks Modi over migrant issue, says Congress spreads Corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X