For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কাশ্মীরকে যাঁরা আলাদা করতে চান কংগ্রেস তাঁদের সঙ্গে রয়েছে', ভোটের ভোল্টেজ চড়িয়ে তোপ মোদীর

প্রথম দফার নির্বাচন শেষের পর এবার দ্বিতীয় দফার ভোটযুদ্ধের দিকে তাকিয়ে এগিয়ে চলেছে দেশের জাতীয় রাজনীতি। গোটা দেশে সপ্তদশ লোকসভা নির্বাচন ঘিরে ক্রমেই চড়ছে পারদ।

  • |
Google Oneindia Bengali News

প্রথম দফার নির্বাচন শেষের পর এবার দ্বিতীয় দফার ভোটযুদ্ধের দিকে তাকিয়ে এগিয়ে চলেছে দেশের জাতীয় রাজনীতি। গোটা দেশে সপ্তদশ লোকসভা নির্বাচন ঘিরে ক্রমেই চড়ছে পারদ। এদিন ভোট প্রচারেল নেমে আহমেদনগরের সভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন মোদী।

কাশ্মীরকে যাঁরা আলাদা করতে চান কংগ্রেস তাঁদের সঙ্গে রয়েছে, ভোট-ভোল্টেজ চড়িয়ে তোপ মোদীর

এদিনের সভায় মোদী বলেন,'কংগ্রেস আর এনসিপি সেই সমস্ত মানুষদের সঙ্গে রয়েছেন যাঁরা ভারত থেকে কাশ্মীরকে আলাদা করতে চান। আমার কংগ্রেসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। কারণ এই পাপ ওঁরাই জন্ম দিয়েছে। ..' উল্লেখ্য, এদিনের সভায় এমন মন্তব্যের পাশাপাশি কংগ্রেসের দুর্নীতি নিয়েও সরব হন মোদী। প্রসঙ্গত , কিছুদিন আগে কাশ্মীরের মাটি থেকে পারুক আবদুল্লা বিজেপির ইস্তেহারে ৩৭০ ধারা নিয়ে মন্তব্য করেন। আর সেই মন্তব্যে তিনি ভারত থেকে কাশ্মীরকে আলাদা করার হুঁশিয়ারি দেন।

[আরও পড়ুন: 'কিউঁকি মন্ত্রী ভি কভি গ্র্যাজুয়েট থি', স্মৃতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা কংগ্রেসের ][আরও পড়ুন: 'কিউঁকি মন্ত্রী ভি কভি গ্র্যাজুয়েট থি', স্মৃতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা কংগ্রেসের ]

মহারাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে এদিন মোদী বলেন,ইতিহাস সাক্ষী রয়েছে যে ছত্রপতি শিবাজীই দেশ স্বাধীনের বিষয়ে প্রথম উদ্যোগ নেন। মোদী বলেন আমি চাই শিবাজীর স্বপ্ন যাতে পূরণ হয় সেদিকে দেশ এগিয়ে যাক।

[আরও পড়ুন: সেনার নাম ব্যবহার করে ফায়দা তোলার চেষ্টা বন্ধ হোক, রাষ্ট্রপতিকে চিঠি দেড়শো জন বিশিষ্টর][আরও পড়ুন: সেনার নাম ব্যবহার করে ফায়দা তোলার চেষ্টা বন্ধ হোক, রাষ্ট্রপতিকে চিঠি দেড়শো জন বিশিষ্টর]

English summary
PM Modi in Ahmednagar talks about NCP and Congress attacks on Jammu and kashmit issue .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X