For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কোনও ডান্ডাই কিছু করতে পারবেনা' মোদীকে! রাহুলকে অসম থেকে তোপ প্রধানমন্ত্রীর

'কোনও ডান্ডাই কিছু করতে পারবেনা', রাহুলকে অসম থেকে তোপ মোদীর

  • |
Google Oneindia Bengali News

দিল্লি নির্বাচনের মুখে ফের একবার রাহুল গান্ধীর 'মোদীকে ডান্ডা পেটা' মন্তব্য নিয়ে সরব হলেন নরেন্দ্র মোদী। এর আগে সংসদে রাষ্ট্রপতিকে ধন্যবাদমূলক জবাবি ভাষণে নিজের বক্তব্য রাখতে গিয়েও রাহুলের এই 'ডান্ডা পেটা' মন্তব্য নিয়ে কচাক্ষ করেন মোদী। এরপর সেই ঘটনা আজদও সংসদকে উত্তাল করে রাখে। আর অসম থেকেও মোদী এই বক্তব্য নিয়ে রীতিমতো তোপ দেগেছেন।

মোদীর বক্তব্য

মোদীর বক্তব্য

'কখনও কখনও মানুষ ডান্ডা মারার কথা বলেন। কিন্তু যাঁর কাছে মা বোনেদের একত বড়ৃ মাত্রায় রক্ষা কবচ রয়েছে, তাঁকে যতই ডান্ডা মারা হোক, কিচ্ছু হবে না।' সিএএ পরবর্তী সময়ে এই প্রথম অসম সফরে গিয়ে এভাবেই তোপ দাগেন নরেন্দ্র মোদী। এদিনও তিনি ফের একবার কংগ্রেস শিবিরকে চেনা ছকে আক্রমণ করেন।

রাহুল গান্ধী কী বলেছেন?

রাহুল গান্ধী কী বলেছেন?

মোদীর বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী দিল্লির প্রচারে গিয়ে বলেন, ' প্রধানমন্ত্রী বাড়ি থেকে বেরোতে পারবেন না। যুব সমাজ তাঁকে লাঠি পেটা করবে আর তাঁকে বুঝিয়ে দেবে যে এই দেশ এগিয়ে যেতে পারবেন না চাকরীর সুযোগ না বাড়ালে।'

'ডান্ডা পেটা' বিতর্কে উত্তাল সংসদ

'ডান্ডা পেটা' বিতর্কে উত্তাল সংসদ

এদিন ,রাহুল গান্ধীর ' ডান্ডা পেটা ' মন্তব্যের পর বিতর্ক শুরু হয় সংসদেও। বিজেপির তরফে হর্ষবর্ধন এই বক্তব্যের নিন্দা করেন। এরপরই সংসদে উত্তাল হয়ে উঠতে থাকে।

বোড়ো ল্যান্ড নিয়ে বক্তব্য মোদীর

বোড়ো ল্যান্ড নিয়ে বক্তব্য মোদীর

এদিনের ভাষণে প্রধানমন্ত্রী বোড়োল্যান্ডের আন্দোলনকারীদেরও স্বাগত জানান। আন্দোলনকারীরা মূল স্রোতে ফিরে আসায় রীতিমতো খুশি তিনি বলে জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, ৫ দশক পর বোড়োল্যান্ড আন্দোলনকারীরা সম্মান পেয়েছেন। আর এই ঘটনায় খুশি তিনি।

English summary
Modi Assam, again he rakes up Rahul gandhi's 'Danda' Remark.Narendra Modi, who is in Assam’s Kokrajhar to participate in an event to celebrate the signing of the Bodo pact, took another swipe at Congress leader Rahul Gandhi for the latter stick remark.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X