For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকেশ আম্বানিকে সাহায্য করতে গ্যাসের তিনগুণ মূল্যবৃদ্ধির আর্জি মোদীর, অভিযোগ কেজরিওয়ালের

Google Oneindia Bengali News

মুকেশ আম্বানিকে সাহায্য করতে গ্যাসের তিনগুণ মূল্যবৃদ্ধির আর্জি মোদীর, অভিযোগ কেজরিওয়ালের
চন্ডীগড়, ৩১ মার্চ : মুকেশ আম্বানিকে সাহায্য করতেই এবার গ্যাসের দাম ৩ গুন বৃদ্ধি করার জন্য কেন্দ্রের কাছে লিখিতভাবে জানিয়েছেন নরেন্দ্র মোদী। এই অভিযোগ তুলেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। চন্ডীগড়ে রোড শে করতে এসে এমনটাই জানিয়েছেন কেজরিওয়াল।

রোড শো-এ তিনি দাবী করেন, আম্বানির তেলের খনি আছে। তাই আম্বানিকে তুষ্ট করতেই আম জনতার কথা না ভেবে বিজেপির প্রধামনমন্ত্রী পদপ্রার্থী কেন্দ্রের কাছে বিদ্যুতের তিনগুন দাম বানানোর আর্জি জানিয়েছেন। এর ফলে দেশে ফের মুদ্রাস্ফীতি হবে। এবং তাতে আখের লাভ হবে আম্বাদিন মতো মোটা টাকার ব্যবসায়ীদেরই।

হুট খোলা জিপে এদিন দলের আর এক সদস্য গুল পনাগকে সঙ্গে নিয়ে প্রচারে বেরন কেজরিওয়াল। এদিন মূলত গুলকে সমর্থন করতেই এই রোজ শোষ রোড শো-এর মাঝে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি ও কংগ্রেসককে তুলোধনা করেন তিনি। শুধু তাই নয়, কংগ্রেস ও বিজেপি আম্বানির জন্য কাজ করেন বলেও অভিযোগ তোলেন তিনি। তাঁর কথায়, বিজেপির নরেন্দ্র মোদী, কংগ্রেসের রাহুল গান্ধী দুজনের আম্বানীকে সাহায্য করতেই আম্বানির এয়ারলায়েন্স ব্যবহার করেন সফরে যাওযার জন্য।

ভোট কিনতে কেউ টাকা দিলে টাকাটা নিন, কিন্তু ভোট দিন আপে, আবেদন কেজরিওয়ালের

প্রায় পাঁচ ঘন্টার এই রোড শো-তে আম্বানীকেও আক্রমণ করেছেন কেজরিওয়াল। নির্বাচনের জন্য আম্বানীই নরেন্দ্র মোদী ও রাহুলকে প্রচর পরিমাণ অর্থ দিয়ছেন।

একইসঙ্গে তিনি জানিয়েছেন, দেশে কোনও মোদী হাওয়া চলছে না। এতদিন দেশের বিভিন্ন জায়গায় ঘুরে তিনি কোথাও মোদী হাওয়া দেখেননি বলেই দাবী কেজরিওয়ালের। এই বিষয়টি মিডিয়ার তৈরি করা।

বিজেপির তরফে মোদীকে যে দুটি আসন থেকে লড়ার টিকিট দেওয়া হয়েছে। সে প্রসঙ্গে অবশ্য কেজরিওয়ালের বক্তব্য, নির্বাচনে জেতা নিয়ে সে ভাবে নিজেও আশাবাদী নন, কারণ মোদী নিজেও জানেন, মিডিয়ার তৈরি করা মোদী হাওয়ার গল্প একেবারেই ভুয়া। তাই নিজের জয় সম্পর্কে নিশ্চিত না হয়ে, নিরাপদ পদক্ষেপ নিয়েছেন মোদী।

এদিকে হরিয়ানার মুখ্যমন্ত্রী, ভুপিন্দর সিং হুডাকেও গরীব চাষিদের জমি অধিগ্রহণের জন্য এক হাত নেন কেজরিওয়াল। জমি অধিগ্রহণের পর সেই জমি আম্বানি ও বটরাদের (সোনিয়া গান্ধীর জামাই) হুডা দিয়েছেন বলেও দাবি করেছেন কেজরিওয়াল।

একইসঙ্গে কেজরিওয়াল জানিয়েছেন, নির্বাচনের আগে রাজনৈতিক নেতারা কম্বল, টাকা ও মদ নিয়ে আসে। এই দুই জিনিয়ের লোভ দেখিয়ে ভোট কিনতে চান তারা। সেই সমস্ত ভোটাদের জন্য অরবিন্দের উপদেশ, মদ স্বাস্থ্যের জন্য ভাল না। তাই ওটা নেবেন না। বাকি কম্বল, টাকা নিয়ে নিন, কিন্তু ভোট দিন আপ-এই।

দলের প্রার্থী গুলকে সবার সামনে তিনি বলেন, আমি যদি আমার পথ থেকে আলাদা হয়ে যাই তাহলে আমার বিরুদ্ধে তোমরা ধর্না মঞ্চ তৈরি কোরো।

English summary
Narendra Modi asked Centre to hike gas price to help Mukesh Ambani, alleges Arvind Kejriwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X