For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমোশনাল ডিস্ট্যান্সিং কমাতে হবে, করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে মন কি বাতে আর যা বললেন মোদী

ইমোশনাল ডিস্ট্যান্সিং কমাতে হবে, করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে মন কি বাতে আর যা বললেন মোদী

  • |
Google Oneindia Bengali News

সোশ্যাল ডিস্ট্যান্সিং বাড়িয়ে ইমোশনাল ডিস্ট্যান্সিং কমাতে হবে। এদিনের মন কি বাতে এমনটাই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যাঁরা কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁদের অনেকেরই করোনা সংক্রমণ হয়নি। তবে অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে। তাঁদের থেকে আর যাতে কারও রোগ না ছড়ায় সেজন্য সকলের ভালো চেয়ে এমনটা করেছেন।

 কমাতে হবে ইমোশনাল ডিস্ট্যান্সিং

কমাতে হবে ইমোশনাল ডিস্ট্যান্সিং

প্রধানমন্ত্রী এদিন বলেন, যাঁরা কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁদের অনেকেরই করোনা সংক্রমণ হয়নি। তবে অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে। তাঁদের থেকে আর যাতে কারও রোগ না ছড়ায় সেজন্য সকলের ভালো চেয়ে এমনটা করেছেন। এক্ষেত্রে প্রধানমন্ত্রী সোশ্যাল ডিসট্যান্সিং বাড়িয়ে ইমোশনাল ডিসট্যান্স কমিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন।

পরিবারের সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ

পরিবারের সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ

প্রধানমন্ত্রী এদিন বলেন, দুশ্চিন্তার এই সময়ে অনেকের কাছেই সুযোগ রয়েছে পরিবারের সঙ্গে একাত্ম হওয়ার। অনেকে সেটাই করছেন। নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। অনেকদিনের যে শখ পূরণ করা যাচ্ছিল না তা পূরণ করছেন। এভাবেই সঙ্কটের মুহূর্তে যে যার মতো করে সময় কাটাচ্ছেন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

দরিদ্র মানুষকে সাহায্যের আহ্বান

দরিদ্র মানুষকে সাহায্যের আহ্বান

মন কি বাতের একেবারে শেষের দিকে প্রধানমন্ত্রী বলেন, সঙ্কটের এই মুহূর্তে দরিদ্র মানুষের সাহায্য করতে হবে। এটাই আমাদের সংষ্কৃতি। তিনি বলেন, সকলে সুরক্ষিত থাকুন, পরিবারের সঙ্গে থাকুন। এই যুদ্ধের বিরুদ্ধে দেশবাসী জিতবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মন কি বাতে লকডাউনের প্রয়োজনীয়তার কথা ফের বললেন মোদী, ক্ষমা চাইলেন কঠিন সিদ্ধান্তের জন্যমন কি বাতে লকডাউনের প্রয়োজনীয়তার কথা ফের বললেন মোদী, ক্ষমা চাইলেন কঠিন সিদ্ধান্তের জন্য

English summary
PM Modi appeals to increase social distancing narrow down immotional distance in his Mann ki Baat address . More than 660,000 people have been infected and more than 30,000 have died throughout the world.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X