For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী ৫ বছরে ভারতে ৪২০০ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান, জানালেন মোদী

ভারতে বিনিয়োগের পরিমান একধাক্কায় অনেকটাই বাড়াল জাপান। দিল্লিতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী পাঁচ বছরে বিনিয়োগের পরিমান ৩.২ লক্ষ কোটি ই

  • |
Google Oneindia Bengali News

ভারতে বিনিয়োগের পরিমান একধাক্কায় অনেকটাই বাড়াল জাপান। দিল্লিতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী পাঁচ বছরে বিনিয়োগের পরিমান ৩.২ লক্ষ কোটি ইয়েন বা ৪২০০ কোটি ডলার করার লক্ষ্যমাত্রা করা হচ্ছে বললে জানিয়েছেন তিনি।

জানালেন মোদী

পাশাপাশি, ভারতের ব্যবসা করছে, এমন সব সংস্থাগুলিকে সব রকমের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

ভারত -জাপান ইকনমিক ফোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, ভারত-জাপান সম্পর্কের ভিত্তিতে উন্নয়নমূলক কাজ হবে। দুই দেশের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই বিষয়েও এ দিন কথা হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে। বিশেষত সাইবার নিরাপত্তা, তথ্য আদান প্রদান সংক্রান্ত বিষয়ে একাধিক চুক্তি রয়েছে দুই দেশের।

শনিবার দিল্লির হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা। মূলত দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক আদান প্রদান সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে। এ দিন বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদী বলেন, জাপান ভারতের অন্যতম বিনিয়োগকারী দেশ। এক টিম ও এক প্রকল্প হিসেবে কাজ করছে ভারত ও জাপান। মুম্বই-আমেদাবাদ উচ্চগতির রেল করিডর তৈরিতে দুই দেশ একযোগে কাজ করছে বলে জানিয়েছেন মোদী।

মোদী উল্লেখ করেন, জাপানের সংস্থাগুলি দীর্ঘদিন ধরেই ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। জলবায়ু পরিবর্তন নিয়েও তাঁর সঙ্গে কথা হয়েছে ফুমিও কিশিদার। ২০১৪ তে ভারত সফরে এসে তৎকালীন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ৩.৫ ট্রিলিয়ন বিনিয়োগের কথা বলেছিলেন। এবার সেই মাত্রাও ছাড়িয়ে গিয়েছে। ৫ ট্রিলিয়ন বিনিয়োগ করতে চলেছে জাপান। ভারতের নগরোন্নয়নে আর উচ্চগতির ট্রেন চালাতে জাপান এগিয়ে এসেছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কথা মাথায় রেখেf নিরাপত্তা ব্যবস্থা নিয়েও এ দিন আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। ২০২০ সালে, জাপান এবং ভারত একটি অধিগ্রহণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছিল। ভারতীয় সেনাবাহিনী এবং জাপানের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে আদান প্রদান সংক্রান্ত সেই চুক্তিতে খাদ্য, জ্বালানি এবং অন্যান্য সরবরাহের অনুমতি দেওয়া হয়েছিল।

দুই দেশের কূটনৈতিক ও প্রতিরক্ষা প্রধানদের মধ্যে একটি বৈঠক ডাকার জন্য দুই দেশের প্রধানমন্ত্রীর সম্মতি দেওয়ার কথা ছিল এই বৈঠকে। নভেম্বরে গ্রেট ব্রিটেনে যাওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে এটাই হবে কিশিদার প্রথম বিদেশ সফর। ৬৪ বছর বয়সী কিশিদা ২০২১ সাল থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট।

English summary
Modi announced that Japan will invest 42 billion dollar in next 5 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X