For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার পর একাধিক রাজ্যে মুখ থুবড়ে পড়ল বিজেপি, নতুন করে ভাবতে হবে মোদী-শাহকে

ঝাড়খণ্ডেও পালাবদল ঘটল। লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পর ফের আরও একটি রাজ্য হারাতে বসেছে বিজেপি। লোকসভা নির্বাচনের পর তিন রাজ্যে হার কিন্তু বিজেপিকে নতুন করে ভাবাচ্ছে।

Google Oneindia Bengali News

ঝাড়খণ্ডেও পালাবদল ঘটল। লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পর ফের আরও একটি রাজ্য হারাতে বসেছে বিজেপি। লোকসভা নির্বাচনের পর তিন রাজ্যে হার কিন্তু বিজেপিকে নতুন করে ভাবাচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে, মোদী-শাহদের এবার বুঝতে হবে, জাতীয় ক্ষেত্রে তাঁদের সঙ্গে সংখ্যা থাকলেও রাজ্যে তাঁদের সাফল্যের হার কমছে।

ঝাড়খণ্ডে কংগ্রেস জোটের কামাল

ঝাড়খণ্ডে কংগ্রেস জোটের কামাল

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ফলাফলে বিজেপির ভরাডুবি হচ্ছে। ক্ষমতায় ফিরছে কংগ্রেস জোট। অন্তত বিকেল তিনটে পর্যন্ত আসা ফলাফল্র প্রবণতায় তা স্পষ্ট। বিকেল তিনটের খবর, ঝাড়খণ্ডে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে কংগ্রেস-জেএমএম-আরজেডি জোট। তারা ৮১ আসনবিশিষ্ট ঝাড়খণ্ডে ৪৬টি আসনে এগিয়ে রয়েছে। আর বিজেপির প্রাপ্তি কমে দাঁড়িয়েছে ২৪-এ।

বিজেপি একা, বিরোধীরা জোটবদ্ধ

বিজেপি একা, বিরোধীরা জোটবদ্ধ

এবার বিজেপি এককভাবে লড়েছিল ঝাড়খণ্ডে। তার কারণ তাঁদের জোটসঙ্গী সবাই-ই বিজেপির সঙ্গে জোট করে এই লড়াই লড়তে চায়নি। তারা চেয়েছিল, এককভাবে লড়ে নিজেদের প্রমাণ করতে। আর সেই সুযোগটা কাজে লাগিয়েই কংগ্রেস জোট মাত করে গিয়েছে ঝাড়খণ্ডে। বিজেপি ধরাশায়ী হযেছে।

জোট ভাঙার পর জোড়া লাগাতে ব্যর্থ

জোট ভাঙার পর জোড়া লাগাতে ব্যর্থ

বিজেপির শরিক অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন বা এজেএসইউকে নিয়ে এই বছরের গোড়ার দিকে রাজ্যের ১৪টি লোকসভা আসনের মধ্যে ১৩টিতে জয়লাভ করেছিল। বিজেপি। এককভাবে তারা ৫৫ শতাংশেরও বেশি ভোট পেয়েছিল। কিন্তু জোট বিচ্ছিন্ন হতেই বিজেপি পিছিয়ে পড়েছে। বিজেপি ছোটদলগুলিকে নিয়ে জোট অখণ্ড রাখার ব্যাপারে ভোটের আগে ভাবেনি।

বিরোধীরা কামব্যাকে মরিয়া

বিরোধীরা কামব্যাকে মরিয়া

অন্যদিকে, কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-রাষ্ট্রীয় জনতা দল এবার জোট অখণ্ড রেখে ঝাঁপিয়ে পড়েছিল ঝাড়খণ্ডে পরিবর্তন আনতে। লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়ে তারা মরিয়া ছিল কামব্যাক করতে। একইসঙ্গে এই জোট লোকসভায় ৩০ শতাংশ থেকে এবার বিধানসভা নির্বাচনে ৩৫ শতাংশে উন্নীত করতে সক্ষম হয়েছে।

মহারাষ্ট্র-হরিয়ানার পর ঝাড়খণ্ড

মহারাষ্ট্র-হরিয়ানার পর ঝাড়খণ্ড

এর আগে এই বছরের মে মাসে লোকসভা নির্বাচনের জিতে দ্বিতীয় বারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি। তারপর ২০১৯-র অক্টোবরে মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি আশাতীত সাফল্য পায়নি। হরিয়ানায় ভোটে হেরে কোনওরকমে ম্যানেজ করে সরকার গড়ে বিজেপি। হাত থেকে ছিটকে যায় মহারাষ্ট্র। এবার ঝাড়খণ্ডেও একই পরিস্থিতি হল বিজেপির। কংগ্রেস জোটের কাছে ধরাশায়ী হতে হল বিজেপিকে।

মহারাষ্ট্রে ক্ষমতা হারায় বিজেপি

মহারাষ্ট্রে ক্ষমতা হারায় বিজেপি

মহারাষ্ট্রে শিবসেনার সাথে জোট করে বিজেপি লোকসভার পাশাপাশি রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দলটি সাধারণ নির্বাচনে ৫৩ শতাংশ ভোট পেয়েছিল। অক্টোবরে বিধানসভা নির্বাচনের সময় এটি কমে ৪৫ শতাংশে দাঁড়িয়েছে।

হরিয়ানায় কোনওরকমে ক্ষমতা দখল

হরিয়ানায় কোনওরকমে ক্ষমতা দখল

আর হরিয়ানায় ক্ষমতাসীন বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরেই থেমে গিয়েছিল। পরে দুষ্যন্ত চৌতালার দলের সমর্থনে বিজেপি সরকার গড়ে। বিজেপি ৪০টি আসনে জয়লাভ করেছিল। পাঁচটি আসন দূরে থেমে যায় তাঁদের বিজয়রথ।

CAA প্রতিবাদের আবহে মমতার গড়ে আজ জেপি নাড্ডা! বিজেপির মহামিছিল ঘিরে চড়ছে পারদ CAA প্রতিবাদের আবহে মমতার গড়ে আজ জেপি নাড্ডা! বিজেপির মহামিছিল ঘিরে চড়ছে পারদ

English summary
Modi and Shah are anxious to defeat Jahrkhand after Maharashtra and Hariana. BJP have been lost two states out of those three after LS election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X