For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রী পদে যোগীকে কেন বাছা হয়েছিল বললেন অমিত! প্রশংসায় পঞ্চমুখ বিজেপি সভাপতি

মুখ্যমন্ত্রী পদে যোগীকে কেন বাছা হয়েছিল বললেন অমিত! প্রশংসায় পঞ্চমুখ বিজেপি সভাপতি

  • |
Google Oneindia Bengali News

কেন যোগী আদিত্যনাথকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে বাছা হয়েছিল বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ। রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ এই রাজ্যে মুখ্যমন্ত্রী পদে ডানপন্থী পোস্টারবয় এই পুরোহিত রাজনীতিবিদকে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। অন্যদিকে তাঁর কোনও রকমের প্রশাসনিত অভিজ্ঞতাও ছিল না। এদিন লখনৌ-এর এক অনুষ্ঠানে বিষয়টি উল্লেখ করেন বিজেপি সভাপতি।

যোগীকে নিয়ে অমিত শাহের প্রশংসা

যোগীকে নিয়ে অমিত শাহের প্রশংসা

কেউ চিন্তাই করতে পারেননি যোগী মুখ্যমন্ত্রী হতে পারেন। অনেকেই তাঁকে ফোনে বলেছিলেন, যোগী কোনও পুরসভাই চালাননি, কেন তাঁকে মুখ্যমন্ত্রী করা হচ্ছে। অমিত শাহ এপ্রসঙ্গে বলেন, এটা সত্যি, যোগী কোনও পুরসভা চালাননি। তিনি ছিলেন মন্দিরের প্রধান। অমিত শাহ এদিন উপস্থিত ছিলেন উত্তর প্রদেশে ৬৫ হাজার কোটির এক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে।

অমিত শাহ বলেন, মানুষ তাঁকে জিজ্ঞাসা করেছে, তাঁকে( যোগীকে) এত বড় রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বহাল করা হল। কিন্তু মোদী এবং তিনি তাঁকেই মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেন।
তিনি কাজ করতে ভালবাসেন, আর কাজের মধ্যে দিয়েই নিজের মধ্যের খামতি তিনি পূরণ করেছেন, বলেছেন অমিত শাহ।

২০১৭-তে অবিশ্বাস্য জয়

২০১৭-তে অবিশ্বাস্য জয়

২০১৭ সালে বিজেপি উত্তরপ্রদেশে অবিশ্বাস্য জয় পায়। মোদীর উন্নয়নের আশ্বাসেই মানুষ তাদের ভোট দিয়েছিলেন বলে মনে করেন অমিত শাহ। নির্বাচনে বিজেপি কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীনা করায়, অনেকেরই সেই পদ নিয়ে ইচ্ছা ছিল। এই নির্বাচনে ৪০৩ টি আসনের মধ্যে ৩২৫ টি আসন দখল করে বিজেপি ও তার সহযোগী দলগুলি।

আরএসএস-এর 'প্রস্তাব'

আরএসএস-এর 'প্রস্তাব'

সূত্রের খবর অনুযায়ী, সেই সময় আরএসএস-এর তরফে মুখ্যমন্ত্রী পদের জন্য কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহার নাম প্রস্তাব করা হয়েছিল। যদিও সেই প্রস্তাব না মেনে যোগীকেই
মুখ্যমন্ত্রী করেছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ।

English summary
Modi and him self made Yogi Adityanath as UP's Chief Minister, Says Amit ShahBJP chief and union minister Amit Shah today explained the choice of Yogi Adityanath for the top job in Uttar Pradesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X