For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওলা, উবার ধর্মঘট ঘিরে রাজনৈতিক তাণ্ডব, চলল ভাঙচুর, প্রকাশিত ভিডিও

দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই, হায়দরাবাদ, পুনে সহ একাধিক শহরে ওলা , উবর-এর মতো ট্যাক্সি-র ধর্মঘট ঘিরে ধুন্ধুমার মুহারাষ্ট্রে।

  • |
Google Oneindia Bengali News

দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই, হায়দরাবাদ, পুনে সহ একাধিক শহরে ওলা , উবর-এর মতো ট্যাক্সি-র ধর্মঘট ঘিরে ধুন্ধুমার মুহারাষ্ট্রে। সেখানে মহারাষ্ট্র নব নির্মাণ সেনার নেতৃত্বে ভাঙচুর করা হয় ওলা এবং উবরের মতো গাড়িগুলিকে।

ওলা, উবর ধর্মঘট ঘিরে রাজনৈতিক তাণ্ডব, চলল ভাঙচুর, প্রকাশিত ভিডিও

একটি প্রকাশিত ভিডিও-তে দেখা যাচ্ছে একজন ওলা চালক গাড়ি নিয়ে বেরিয়ে ছিলেন মহারাষ্ট্রে। কিন্তু তাঁকে, আটকে তাঁর গাড়ি ভাঙচুর করে নব নির্মাণ সেনা। ভিডিও তে স্পষ্ট শোনা যাচ্ছে যে ওই সমর্থক বলছেন, 'গাড়ি বন্ধ মানে গাড়ি বন্ধ। ' উবর ও ওলা কর্তৃপক্ষের তরফে একাধিক আর্থিক প্রতিশ্রুতি দিলেও তা পুরণ করা হয়নি। আর তার বিরুদ্ধেই এই ধর্মঘট চালকদের। আর এই ধর্মঘটের ডাক দিয়েছে মহারাষ্ট্র নব নির্মাণ সেনার 'বাহাতুক সেনা'-ও।

তবে চালকদের এই ধর্মঘট নিয়ে মুখ খুলতে রাজি নয় ওলা ও উবর দুই সংস্থা। উল্লেখ্য, সংস্থাগুলি মুদ্রা স্কিমের মাধ্যমে চালকদের ঋণের নিশ্চয়তা দিলেও তার সুবিধা শেষমেশ চালকরা পাননি বলে দাবি। প্রতিবাদী চালকদের দাবি, সংস্থার ট্যাক্সি যাঁরা চালান তাঁদের বেশি সুযোগ সুবিধা দিচ্ছে সংস্থাগুলি। অন্য়দিকে, এই সুবিধাথেকে বঞ্চিত করা হচ্ছে সেই সমস্ত চালকদের যাঁরা নিজের গাড়ি নিজে চালান।

English summary
MNS resorts to violence, damages taxis during Ola, Uber strike.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X