For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাঙ্ক প্রতারণা থেকে চোখ সরাতেই শ্রীদেবীর অন্ত্যেষ্টিতে 'ধুমধাম'! উঠল মোদী মুক্ত ভারতের স্লোগান

২০১৯-এ মোদী মুক্ত ভারতের ডাক দিলেন মহারাষ্ট্র নব নির্মাণ সেনার প্রধান রাজ থ্যাকারে। মুম্বইয়ের শিবাজি পার্কে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে কড়া আক্রমণ করেন।

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এ মোদী মুক্ত ভারতের ডাক দিলেন মহারাষ্ট্র নব নির্মাণ সেনার প্রধান রাজ থ্যাকারে। মুম্বইয়ের শিবাজি পার্কে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে কড়া আক্রমণ করেন। বিরোধীদের মধ্যে ঐক্যের ডাক দিয়েছেন রাজ থ্যাকারে। তাঁর সঙ্গে শরদ পাওয়ারের বৈঠক নিয়েও জল্পনা জোরদার হয়েছে।

ব্যাঙ্ক প্রতারণা থেকে চোখ সরাতেই শ্রীদেবীর অন্ত্যেষ্টিতে ধুমধাম! উঠল মোদী মুক্ত ভারতের স্লোগান

রাজ থ্যাকারের অভিযোগ, নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের মিথ্যা প্রতিশ্রুতিতে বিরক্ত দেশ। এর বিরুদ্ধে সব কটি রাজনৈতিক দলকে এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তথা মোদী মুক্ত ভারত গঠনেরও ডাক দিয়েছেন তিনি। দলীয় সমাবেশে রাজ থ্যাকারে বিজেপির দেওয়া কংগ্রেস মুক্ত ভারতের স্লোগানও মনে করিয়ে দেন।

সমাবেশে এমএনএস প্রধান বলেন, ভারতে প্রতম স্বাধীনতা এসেছিল ১৯৪৭-এ। দ্বিতীয় ১৯৭৭-এ। জরুরি অবস্থার পরবর্তী নির্বাচনে। ২০১৯-এ মোদী মুক্ত ভারত গঠনের মাধ্যমে তৃতীয় স্বাধীনতা আসবে বলে মন্তব্য করেছেন রাজ থ্যাকারে।

ব্যাঙ্ক প্রতারণা থেকে চোখ সরাতেই শ্রীদেবীর অন্ত্যেষ্টিতে ধুমধাম! উঠল মোদী মুক্ত ভারতের স্লোগান

মোদী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে যদি নোট বাতিল নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়, তাহলে দেখা যাবে ১৯৪৭-এর পর থেকে দেশে তা সর্ববৃহৎ কেলেঙ্কারি।

সমাবেশে ইসরোর দেওয়া রিপোর্টের কথাও উল্লেখ করেন রাজ থ্যাকারে। তিনি বলেছেন, ভূগর্ভস্থ জলের অভাবে মহারাষ্ট্রের বড় অংশ মরুভূমিতে পরিণত হচ্ছে। রাজস্থানের পরেই সব থেকে বড় মরুভূমি এই মহারাষ্ট্রেই। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরণবিশের ৫৬ হাজার নলকূপ খনন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পক্ষে হলেও, সেটাকে নির্বাচনী ইস্যু হিসেবে ব্যবহার করা উচিত নয় বলেই মন্তব্য করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়েও কটাক্ষ করেছেন এমএনএস প্রধান। বিদেশ সফরে সেরকম কোনও বিনিয়োগ আসেনি বলে দাবি করেছেন রাজ থ্যাকারে।

সরকারের তৈরি ফিল্ম 'টয়লেট এক প্রেম কথা' এবং 'প্যাডম্যান' নিয়েও সমালোচনা করেছেন এমএনএস প্রধান রাজ থ্যাকারে। দুটিতেই অভিনয় করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। রাজ থ্যাকারের অভিযোগ, অক্ষয় কুমার ভারতের নাগরিক নন। তাঁর কাছে কানাডার পাসপোর্ট রয়েছে। তাঁর উইকিপিডিয়া প্রোফাইলেও উল্লেখ রয়েছে তিনি ইন্ডিয়ান বোর্ন কানাডিয়ান অ্যাক্টর।

শ্রীদেবীকে অন্ত্যেষ্টি ক্রিয়া রাষ্ট্রীয় সম্মানে করার কড়া বিরোধিতা করেছেন রাজ থ্যাকারে। শ্রীদেবী বড় অভিনেত্রীর ছিলেন, কিন্তু দেশের জন্য তিনি এমন কী করেছেন, যাতে অন্ত্যেষ্টিতে তাঁর দেহ জাতীয় পতাকায় মুড়ে দিতে হবে, প্রশ্ন রাজ থ্যাকারের। নীরব মোদী পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রতারণার খবর থেকে চোখ সরাতেই শ্রীদেবীর অন্ত্যেষ্টিতে সরকারি সাহায্য করা হয়েছে অভিযোগ করেছেন এমএনএস প্রধান।

English summary
MNS leader Raj Thackeray calls opposition parties to come together for Modi Mukt Bharat in 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X