For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রং বদল এমএনএস-এর পতাকার, দলের নতুন সদস্য রাজ ঠাকরের ছেলে

Google Oneindia Bengali News

নীল থেকে গেরুয়া হয়ে গেল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার পতাকা। আজ নতুন এই পতাকা উন্মোচন করা হয়। বিজেপির হাত ছেড়ে কংগ্রেসের হাত ধরা শিবসেনার জায়গায় নতুন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল হিসাবে নিজেদের তুলে ধরতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বিজেপির সঙ্গে এমএনএস-এর জোট বাধার জল্পনা শুরু হতেই এই সম্ভাবনার কথা বলেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

নতুন পতাকা

নতুন পতাকা

নতুন উন্মোচিত পতাকাতে লেখা রয়েছে শিবাজির মন্ত্র। তাতে লেখা, 'শাহাজির পুত্র শিবাজি (মহারাজ) এর এই মুদ্রার গৌরব প্রথম দিনের চাঁদের মতো বাড়তে থাকবে। এই মুদ্রাটিকে সারা বিশ্বে পুজো করা হবে। এবং এটি কেবলমাত্র মানব কল্যাণের স্বার্থেই আলোকিত হবে।'

এমএনএস-এ যোগ রাজ ঠাকরের ছেলের

এদিকে আজকে আনুষ্ঠানিক ভাবে এমএনএস-এ যোগ দিয়ে রাজনীতির ময়দানে আত্মপ্রকাশ করলেন রাজ ঠাকরের ছেলে অমিত ঠাকরে। বৃহস্পতিবার মু্ম্বইয়ের গোরেগাঁও এলাকার নেসকো মাঠে আয়োজিত মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। আর সেখানে উপস্থিত ২০ হাজার দলীয় কর্মীদের সামনে নিজের ছেলেকে প্রত্যক্ষ রাজনীতিতে নিয়ে এলেন রাজ ঠাকরে।

বিজেপি যোগ!

বিজেপি যোগ!

এর আগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে দেখা করেন মহারাষ্ট্র বিধানসভার বিরোধী নেতা বিজেপির দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বিচ্ছেদের পর এবার বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চাইছেন রাজ, এমনটা শোনা যাচ্ছিল। সেই সময়ই এমন শোনা যায় যে, রাজ ঠাকরে তাঁর দলের পতাকার রং নীল থেকে গেরুয়া করতে চলেছেন। এবং সেই মতোই আজ গেরুয়া পতাকার আত্মপ্রকাশ ঘটালেন এমএনএস প্রধান রাজ ঠাকরে।

বালাসাহেব ঠাকরের ৯৪তম জন্মদিনে দলে বদল

বালাসাহেব ঠাকরের ৯৪তম জন্মদিনে দলে বদল

একসময়ে মুম্বই তথা মহারাষ্ট্রের সবথেকে প্রভাবশাবলী ব্যক্তিত্ব বালাসাহেব ঠাকরের ভাইপো রাজ ঠাকরে-কে তাঁর উত্তরসূরি বলে মনে করা হত। কিন্তু, পরবর্তীকালে ছেলে উদ্ধবের হাতে নিজের হাতে গড়া শিব সেনার দায়িত্বভার তুলে দেন বালাসাহেব। এরপরই মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নামে আলাদা একটি রাজনৈতিক দল তৈরি করেন রাজ ঠাকরে। প্রসঙ্গত, আজ বালাসাহেব ঠাকরের ৯৪তম জন্মদিন। সেই দিনই দলে এই পরিবর্তগুলির কথা প্রকাশ করা হল।

English summary
mns flag changed to saffron, raj thackeray's son joins party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X