For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল আছেন তালিকায়, আছেন আদবানিও, কিন্তু নেই মোদী! তা কী করে সম্ভব

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে। দিল্লি দখলের লড়াইয়ে কার দিকে পাল্লাভারী! কাটা-ছেঁড়া করতে গিয়ে সামাজিক ক্ষেত্রেও ঢুকে পড়েছে সেই অঙ্ক।

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে। দিল্লি দখলের লড়াইয়ে কার দিকে পাল্লাভারী! কাটা-ছেঁড়া করতে গিয়ে সামাজিক ক্ষেত্রেও ঢুকে পড়েছে সেই অঙ্ক। রাজনৈতিক চরিত্র যখন, তখন তো আসন্ন ভোট-কড়চা থাকবেই। এবার এই রাজনৈতিক অঙ্ক মহারাষ্ট্রকে নিয়ে। যে অঙ্কে রাহুল-আদবানি আছেন, নেই নরেন্দ্র মোদী!

শিবসেনা-বিজেপি বিতর্ক

শিবসেনা-বিজেপি বিতর্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একের পর এক বাণ ছেড়ে চলেছে শিবসেনা। সরকারের নীতির সমালোচনা করেই তারা ক্ষান্ত নয়, ইতিমধ্যে এনডিএ সঙ্গ ছাড়াও বার্তাও রয়েছে। বিজেপিও পাল্টা তোপ দেগে একপ্রকার জানিয়ে দিয়েছে, চাই না সহায়তা, বিজেপি একাই একশো। তাঁদের মোদী আছেন।

রাজ ঠাকরের বার্তায় সিঁদুরে মেঘ

রাজ ঠাকরের বার্তায় সিঁদুরে মেঘ

এবার শিবসেনার পর নরেন্দ্র মোদীকে প্রবল চাপে ফেলে দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। এই এমএনএস প্রধান রাজ ঠাকরের বার্তায় সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। এ সপ্তাহের শেষের দিকে রাজ ঠাকরের ছেলে অমিত ঠাকরের বিয়ে। তার জন্য তৈরি আমন্ত্রিতদের তালিকা। সেই তালিকায় এখন পর্যন্ত নাম নেই মোদীর।

রাহুল আছেন, মোদী নেই

রাহুল আছেন, মোদী নেই

রাজ ঠাকরের ছেলের বিয়েতে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন তাবড় নেতারা। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে প্রাক্তন উপ প্রধানমন্ত্রী বিজেপির লালকৃষ্ণ আদবানি-সহ প্রথম সারির সমস্ত নেতারা। শুধু নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ পত্র পাঠাননি রাজ ঠাকরে।

আছেন তাবড় বিজেপি নেতারা

আছেন তাবড় বিজেপি নেতারা

এখনও পর্যন্ত মোদী না থাকলেও আমন্ত্রিতের তালিকায় রয়েছেন রাজনাথ সিং, সুষমা স্বরাজ, নীতীন গড়কড়ি, প্রকাশ জাভরেকর, ধর্মেন্দ্র প্রধান, মানেকা গান্ধীরাও। কিন্তু মোদীর পাশাপাশি নেই অমিত শাহও। গত সপ্তাহেই রাজধানী দিল্লিতে গিয়ে শীর্ষনেতাদের আমন্ত্রণ করে এসেছেন রাজ ঠাকরে। তখন তিনি যাননি প্রধানমন্ত্রী মোদীর কাছে।

মোদীকে বিয়ে-তোপ রাজের

মোদীকে বিয়ে-তোপ রাজের

উল্লেখ্য, ২৭ জানুয়ারি মুম্বইয়ের লোয়ার প্যারেল রিজে বিয়ের অনুষ্ঠান হবে অমিতের। মুম্বইয়ের নামী চিকিৎসক সঞ্জয় বরুডের মেয়ে মিতালির সঙ্গে বিয়ে হচ্ছে রাজ-পুত্রের। সেই বিয়েতে মোদীকে আমন্ত্রণ প্রসঙ্গে রাজ ঠাকরে চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি বলেন, মোদীজি বিবাহ নামে প্রতিষ্ঠানে বিশ্বাস করেন নাকি।

মোদী-ভক্ত বীতশ্রদ্ধ

মোদী-ভক্ত বীতশ্রদ্ধ

এক সময় মোদীজির অন্ধ ভক্ত ছিলেন রাজ ঠাকরে। কিন্তু এখন তিনিই নরেন্দ্র মোদীর ঘোর বিরোধী। আর তিনি এতটাই বীতশ্রদ্ধ যে শুধু ছেলের বিয়েতে আমন্ত্রণ না জানিয়েই ক্ষান্ত থাকেননি, প্রকাশ্যে মোদীজির বিরুদ্ধে তোপও দেগেছেন। তাতেই অন্য অঙ্ক কষছেন রাজনীতিকরা।

English summary
MNS chief Raj Thackray invites Rahul Gandhi but avoids Narendra Modi. Raj invites all the central leaders except Modi in his son’s marriage.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X