For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন রাজ ঠাকরের, চাপে শিবসেনা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

রাজ ঠাকরে
মুম্বই, ৯ মার্চ: শিবসেনার ওপর চাপ বাড়িয়ে নরেন্দ্র মোদীকে সমর্থনের কথা ঘোষণা করল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বা এমএনএস। রবিবার দলের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি সভায় ভাষণ দিতে গিয়ে এই ঘোষণা করেছেন এমএনএস সুপ্রিমো রাজ ঠাকরে।

মহারাষ্ট্রে দীর্ঘদিন ধরে জোট রয়েছে বিজেপি ও শিবসেনার। তবে ইদানীং নানা ইস্যুতে দু'পক্ষে টানাপোড়েন চলছে। শিবসেনার সঙ্গে জোট ভেঙে গেলেও যেতে পারে, এই আশঙ্কার আবহে রাজ ঠাকরের প্রস্তাব লোভনীয় বৈকি! বিজেপিও তাই দেরি করেনি। সঙ্গে সঙ্গে স্বাগত জানিয়েছে এই প্রস্তাবকে।

কিছুদিন আগেই জোট গঠনের প্রস্তাব নিয়ে এখানকার একটি বিলাসবহুল হোটেলে রাজ ঠাকরের সঙ্গে একান্তে বৈঠক করেন বিজেপি-র প্রাক্তন সভাপতি নীতিন গড়করি। বিজেপি-র বিরুদ্ধে প্রার্থী না দিতে অনুরোধ করেন তিনি। এদিন রাজ ঠাকরে লোকসভা ভোটে এমএনএসের যে প্রার্থীতালিকা ঘোষণা করেছেন, তাতে মুম্বই উত্তর-পূর্ব এবং মুম্বই উত্তর-পশ্চিম কেন্দ্র দু'টি বাদ দেওয়া হয়েছে। এই দু'টি আসন বরাবরই বিজেপি-র শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। ফলে বিজেপি-কে কার্যত এখানে ফাঁকা ময়দান ছেড়ে দিল এমএনএস।

রাজ ঠাকরে এদিন বলেছেন, "আমার দলের ক্ষমতা কত, সেটা দেখিয়ে দেব লোকসভা ভোটে। প্রধানমন্ত্রী পদে আমরা নরেন্দ্র মোদীকে সমর্থন করব। ওঁরই উচিত এ দেশের প্রধানমন্ত্রী হওয়া।"

শিবসেনা এবার কীভাবে প্রতিক্রিয়া জানায়, সেটাই দেখতে হবে। কারণ শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করে দল ছেড়ে বেরিয়ে এমএনএস গঠন করেছিলেন রাজ ঠাকরে। বালাসাহেবর মৃত্যুর পর তাঁর ছেলে তথা শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়েছে রাজের। এই অবস্থায় বিজেপি-শিবসেনা জোটের ভবিষ্যৎ নিয়ে এখন জোর জল্পনা শুরু হয়েছে।

English summary
MNS Chief Raj Thackeray backs Narendra Modi as Prime Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X