ইডির সমনে হাজিরা রাজ থাকরের! প্রতিবাদে আত্মহত্যা দলের কর্মীর
মুম্বইয়ে ইডির দফতরে হাজিরা দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ থাকরে। কোহিনূর সিটিএনএলকে ইনফ্রাস্ট্রাকচার লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেসের ঋণ দেওয়ার গরমিল নিয়ে তাঁকে তলব করা হয়েছিল। এদিকে বালাড এস্টেটে ইডির দফতরের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
আইএল অ্যান্ড এফএস থেকে ৪৫০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।

এদিকে রাজ থাকরের সমন নিয়ে তাঁর সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ফলে রাজ থাকরের কোন সমর্থক যদি অশান্তি তৈরির চেষ্টা করেন, তাদের
গ্রেফতার করতেও প্রস্তুতি নিয়ে রেখেছে মুম্বই পুলিশ। ইডির অফিস এবং আশপাশের এলাকায় ১৪৪ ধারা বলবত করা হয়েছে। যেসব জায়গায় ১৪৪ ধারা বলবত করা হয়েছে, সেই এলাকাগুলি হল, মেরিন ড্রাইভ, এনআরএ মার্গ, দাদার এবং আজাদ ময়দান পুলিশ স্টেশন। রাস্তা অবরোধ কিংবা ব্যারিকেড তৈরির কোনও ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে ব্যবস্তা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন নিরাপত্তা মূলক ব্যবস্থা হিসেবে এমএনএস নেতা সন্দীপ দেশপাণ্ডে এবং বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এদিকে এক এমএনএস কর্মী বুধবার থানেতে আত্মহত্যা করেছেন। দলের তরফে দাবি করা হয়েছে, ২৭ বছরের প্রবীণ চৌগুলে ইডির সমন নিয়ে ক্ষুব্ধ ছিলেন বলে জানা গিয়েছে। তবে থানে পুলিশ জানিয়েছে, কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে রাজ থাকরে টুইট করে বলেছেন ইডির সমনের জেরেই এই আত্মহত্যা। তবে কর্মী সমর্থকদের কাছে শান্তি বজার রাখার জন্য আবেদন জানিয়েছেন তিনি।
এর আগে এমএনএস-এর তরফে বনধের ডাকও দেওয়া হয়েছিল। যদিও পরে রাজ থাকরের আবেদনে সেই বনধ তুলে নেওয়া হয়। কেননা তিনি বলেছিলেন আইনের প্রতি তাঁর আাস্থা রয়েছে।
বুধবার রাজ থাকরে ভাই শিবসেনা নেতা উদ্ধব থাকবের থেকে সমর্থন পেয়েছেন।
Mumbai: Maharashtra Navnirman Sena (MNS) Chief Raj Thackeray arrives at office of the Enforcement Directorate, to appear before it, in connection with a case pertaining to alleged irregularities related to Infrastructure Leasing and Financial Services (IL&FS)loan to Kohinoor CTNL pic.twitter.com/VfgINaQwLD
— ANI (@ANI) August 22, 2019