For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির পথে কংগ্রেসের 'হেভিওয়েট' বিধায়ক! লকডাউনের মধ্যেই জল্পনা তুঙ্গে

হেভিওয়েট বিধায়ক কি তবে বিজেপির পথে! লকডাউনের মধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা

Google Oneindia Bengali News

রাহুলের ডান হাত বলে পরিচিত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঠিক এভাবেই কংগ্রেস ছেড়েছিলেন। এবার সেই পথ ধরলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সংসদীয় ক্ষেত্র রায়বেরিলির বিধায়ক। বিধায়ক অদিতি সিংহের নামের পাশ থেকে হঠাৎ করে মুছে গেল কংগ্রেস কথাটি। তাতেই জল্পনা শুরু তাঁর কংগ্রেস ত্যাগ নিয়ে।

কংগ্রেস বিধায়ক অদিতি সিংহ কি তবে বিজেপির পথে

কংগ্রেস বিধায়ক অদিতি সিংহ কি তবে বিজেপির পথে

রায়বেরিলির কংগ্রেস বিধায়ক অদিতি সিংহ কি তবে বিজেপির পথেই হাঁটতে চলেছেন। ঠিক যেভাবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়েছিলেন, সেই পথই অনুসরণ করছেন অদিতি। ফলে এই করোনা লকডাউনের মধ্যেই উত্তরপ্রদেশে কংগ্রেস বিধায়ক অদিতি সিংহের রাজনৈতির ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন।

টুইটার হ্যান্ডেল থেকে মুছে গেল কংগ্রেস শব্দটি

টুইটার হ্যান্ডেল থেকে মুছে গেল কংগ্রেস শব্দটি

অদিতি সিংহের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে মুছে গিয়েছে কংগ্রেস শব্দটি। ফলে মুহূর্তেই তাঁর নামের আগে কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক তকম বসে গিয়েছে। কেন তিনি এই কাজ করলেন, কেন তিনি পার্টির নাম উঠিয়ে দিলেন তাঁর নামের পাশ থেকে, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এভাবেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তাঁর নামের আগে থেকে কংগ্রেস শব্দটি সরিয়ে নিয়েছিলেন। তার কিছুদিন পর যোগ দিয়েছিলেন বিজেপিতে।

মুখ্যমন্ত্রীর প্রশংসা, কংগ্রেসের ঘোরতর সমলোচনা

মুখ্যমন্ত্রীর প্রশংসা, কংগ্রেসের ঘোরতর সমলোচনা

ক-দিন আগেই তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাতের ভূয়সী প্রশংসা করেছিলেন। বিপর্যয়ের সময় কেন রাজনীতি করা হচ্ছে তা নিয়ে তিনি কংগ্রেসের বিরুদ্ধেই সরব হয়েছিলেন। তারপর এখন তিনি কংগ্রেস শব্দটিই উড়িয়ে দিলেন তাঁর নামের পাশ থেকে। ফলে তাঁকে নিয়ে জল্পনা তৈরি হওয়াই স্বাভাবিক।

কংগ্রেস ছাড়া স্রেফ সময়ের অপেক্ষা, জল্পনা তুঙ্গে

কংগ্রেস ছাড়া স্রেফ সময়ের অপেক্ষা, জল্পনা তুঙ্গে

এবার জল্পনা চলছে, তিনি ভবিষ্যতে কী রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করেন। তিনি যেভাবে কংগ্রেসের সমালোচনা এবং একইসঙ্গে বি্জেপির জয়গান গাইতে শুরু করেছেন, তাঁর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। আর তা যদি হয়, তবে উত্তরপ্রদেশ কংগ্রেসের কাছে তা বিশাল ধাক্কা হবে।

জ্যেতিরাদিত্যের পথে কংগ্রেস বিধায়ক অদিতি সিংহ

জ্যেতিরাদিত্যের পথে কংগ্রেস বিধায়ক অদিতি সিংহ

সাম্প্রতিক অতীতে বহু কংগ্রেস নেতা-নেত্রীই দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। তার মধ্যে অভস্যই সবথেকে বড় নাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রাজীব গান্ধীয় সময়ে থেকে যে সিন্ধিয়া পরিবারের সঙ্গে গান্ধী বংশের সৌভ্রাতৃত্বের সম্পর্ক ছিল, তা ধাক্কা খেয়েছে। এবার জ্যোতিরাদিত্যের পথ ধরে অদিতি সিংয়ের কংগ্রেস ত্যাগ আরও এক ধাক্কা হয়ে চলেছে।

দিল্লির বাড়ি থেকে চুরি গেল বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের বাবার এসইউভি গাড়িদিল্লির বাড়ি থেকে চুরি গেল বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের বাবার এসইউভি গাড়ি

English summary
Congress MLA of UP can join in BJP, speculation is growing after her social media step. MLA Aditi Singha removes ‘Congress’ word from her twitter account,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X