For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হরিয়ানা বিধানসভা নির্বাচন ২০১৯ : বিতর্কিত বিধায়ক কান্দাকে মন্ত্রিত্ব দেবে না বিজেপি

হরিয়ানায় বিজেপির সরকার গঠন যেন সাপ লুডোর খেলা হয়ে দাড়িয়েছে। গতকাল ফল প্রকাশ শুরু হতেই মনে করা হয়েছিল সরকার গঠন করতে দুষ্মন্ত চৌতালার সঙ্গে হাত মেলাতে হবে যে কোন দলকে। তবে সমীকরণ বদলায় গতকাল সন্ধ্যায়।

Google Oneindia Bengali News

হরিয়ানায় বিজেপির সরকার গঠন যেন সাপ লুডোর খেলা হয়ে দাড়িয়েছে। গতকাল ফল প্রকাশ শুরু হতেই মনে করা হয়েছিল সরকার গঠন করতে দুষ্মন্ত চৌতালার সঙ্গে হাত মেলাতে হবে যে কোন দলকে। তবে সমীকরণ বদলায় গতকাল সন্ধ্যায়। দুই নির্দল প্রার্থীর দিল্লি পৌঁছানোর খবর চাউর হতেই পরিস্থিতি বদলে যায়। সেই দুই প্রার্থীদের মধ্যে অন্যতম ছিলেন গোপাল কান্দা। তবে হরিয়ানায় সরকার গঠনে কান্দার অন্তর্ভূক্তিতে আপত্তি তোলেন উমা ভারতী। বিতর্কিত বিধায়ক কান্দার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা চলছে দিল্লি হাইকোর্টে। কটাক্ষ করে কংগ্রেসও। বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মৃতার ভাইও। সূত্রের খবর, বিতর্ক এড়াতে এবারে কান্দাকে বাদ দিয়ে সরকারের মন্ত্রিসভা গঠনের পথে এগোচ্ছে বিজেপি।

বিজেপির মূল ভরসা হয়ে উঠেছিলেন কান্দা

বিজেপির মূল ভরসা হয়ে উঠেছিলেন কান্দা

সিরসার বিজেপি সাংসদের উদ্যোগে একটি চার্টার্ড প্লেনে করে কান্দা ও রঞ্জিত সিংকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। তারা বিজেপিকে সমর্থন করবে বলে বিজেপির তরফে দাবি করা হয়। তাদের ছাড়ও আরও নির্দল বিধায়করা বিজেপির সঙ্গে আছেন বলে দাবি করে বিজেপি। তবে এই সব বিধায়কদের বিজেপির দিকে টানতে গুরুত্বপূর্ণ ভামিকা নিয়েছিলেন কান্দা। হরিয়ানা লোকহিত পার্টির প্রধান কান্দা নিজের দলের একমাত্র বিধায়ক হলেও কিংমেরকার হিসাবে উঠে আসেন তিনি। সেই ক্ষেত্রে মনে করা হয়েছিল সরকারের গুরুত্বপূর্ণ কোনও মন্ত্রীও করা হতে পারে তাঁকে।

বিতর্কিত কান্দার বিরুদ্ধে আত্মহত্যায় প্রোচনার মামলা চলছে

বিতর্কিত কান্দার বিরুদ্ধে আত্মহত্যায় প্রোচনার মামলা চলছে

বিতর্কিত এই নেতার বিরুদ্ধে ২০১২ সাল থেকে আত্মহত্যার প্ররোচণার মামলা চলছে দিল্লি হাইকোর্টে। গোপাল কান্দা এক সময় একটি এয়ারলাইন চালু করেন। তখন তাঁর সেই সংস্থার এক বিমানসেবিকা আত্মহত্যা করেন, পরে সেই বামিনসেবিকার মাও আত্মহত্যা করেন। কান্দার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়। তবে সেই মামলা প্রমাণের অভাবে খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। তবে এখনও তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্রোচনার মামলাটি চলছে।

কান্দার বিরুদ্ধে সুর চড়ান উমা ভারতী

কান্দার বিরুদ্ধে সুর চড়ান উমা ভারতী

এদিকে সরকার গঠনের সমীকরণে ফের প্রাসঙ্গিক হয়ে গেছেন দুষ্মন্ত চৌতালা। আজ এই জননায়ক জনতা পার্টির নেতা দলের ১০ জন বিধায়কের সঙ্গে বৈঠকে বসেন। গতকাল ফল স্পষ্ট হতেই প্রশ্ন ওঠে যে কোন দলকে সমর্থন করতে চলেছে জেজেপি? তবে এখনও পর্যন্ত কোনও দলের সঙ্গে যাওয়ার বিষয়েই মুখ খোলেননি দুষ্মন্ত। জানা যাচ্ছে আজকে বিধায়কদের সঙ্গে বৈঠকের পর বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট অমিত শাহের সঙ্গে কথা বলেন দুষ্মন্ত। সমীকরণ থেকে কান্দা চলে যাওয়ায় এখন দুষ্মন্তের সঙ্গেই সরকার গড়ার পথে বিজেপি।

কর্মসংস্থান বাড়াতে অঙ্গিকারবদ্ধদের সঙ্গে জোট, মন্তব্য দুষ্মন্তের

কর্মসংস্থান বাড়াতে অঙ্গিকারবদ্ধদের সঙ্গে জোট, মন্তব্য দুষ্মন্তের

বিধায়কদের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জেজেপি নেতা দুষ্মন্ত। সেখানে জোট প্রসঙ্গে সুর নরম করে তিনি বলেন, "যেই দল হরিয়ানাতে কর্মসংস্থান বাড়াতে অঙ্গিকারবদ্ধ হবে, আমরা তাদের সঙ্গে জোট করতে প্রস্তুত আছি।" তবে গতকাল ডবল ফিগারে পৌঁছাতেই বিজেপির বিরুদ্ধে গলা চড়িয়েছিলেন তিনি। অবশ্য সাপ লুডোর খেলায় প্রাসঙ্গিক থাকার তাগিদেই হয়ত সুর নরম তাঁর।

English summary
MLA Gopal Kanda not to be included in BJP government cabinet in haryana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X