For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্ট্যালিন, নামই যথেষ্ট! আইটি জুজুকে মাঠের বাইরে পাঠিয়ে মোদীকে চ্যালেঞ্জ ডিএমকে সুপ্রিমোর

Google Oneindia Bengali News

তামিল রাজনৈতিক মহলে আজ সকাল থেকেই ঝড় ওঠে। নেপথ্যে ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিনের জামাই সবরীসানের বাড়িতে আয়কর দফতরের তল্লাশি। এদিন সকাল ৮টা থেকে সবরীসানের মালাকানাধীন ৪টি জায়গায় তল্লাশি শুরু করে কেন্দ্রীয় সংস্থা। এরপরই কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে ফের একবার কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধীদের দমানোর চেষ্টার অভিযোগ ওঠে।

'এডিএমকে-বিজেপির নির্দেশে কাজ করেছেন আয়কর আধিকারিকরা'

'এডিএমকে-বিজেপির নির্দেশে কাজ করেছেন আয়কর আধিকারিকরা'

এদিন এই তল্লাশির পর বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠে ডিএমকে। তাদের দলের তরফে অভিযোগ করা হয়, 'নির্বাচনের মুখে এআইএডিএমকে-বিজেপির নির্দেশে আয়কর আধিকারিকরা কাজ করেছেন।' এরপর নির্বাচন কমিশনের কাছে ডিএমকের তরফে আবেদন জানানো হয় যাতে এই মুহূর্তে আয়কর দফতর কোনও পদক্ষেপ না নিতে পারে।

গর্জে উঠেছেন স্ট্যালিন

গর্জে উঠেছেন স্ট্যালিন

এদিকে এই তল্লাশি অভিযানের বিরুদ্ধে গর্জে উঠেছেন স্ট্যালিন। এদিন তিনি বলেন, 'আমার নাম স্ট্যালিন। আমি জরুর অবস্থা দেখেছি, 'মিসা'র জেরে জেলে গিয়েছি। এই আয়কর তল্লাশির জেরে আমি দমব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জানা উচিত আমি কোনও এআইএডিএমকে নেতা নই। এই পুরো মিসক্যালকুলেশনের বিরুদ্ধে জনগণ জবাব দেবে ২ মে।'

'আমি এত সহজে ভয় পাই না'

'আমি এত সহজে ভয় পাই না'

স্ট্যালিন এদিন আরও বলেন, 'আজ সকালে আমি চেন্নাই থেকে ত্রিচি এসেছি। আমি এখানে আসার পথে খবর পাই যে আমার মেয়ের বাড়িতে আয়কর দফতর অভিযান চালায়। এই মোদী সরকার এআইএডিএমকে সরকারকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। আমি মোদীকে বলতে চাই এটা ডিএমকে, ভুলে যাবেন না। আমি কালাইগনারের ছেলে। আমি এত সহজে ভয় পাই না।'

কেন্দ্রীয় সংস্থাকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কেন্দ্রীয় সংস্থাকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

এদিকে এদিন যেখানে আয়কর দফতর তল্লাশি চালাচ্ছিল সেখানে ডিএমকে কর্মীরা জড়ো হয়। উল্লেখ্য এই তল্লাশি হওয়ার একদিন আগেই স্ট্যালিনের ছেলে উদয়নিধি অমিত শাহের ছেলের সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এর আগে গতমাসে ইভি ভেলু নামক এক ডিএমকে নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। এই আবহে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর অভিযোগ তুলেছে ডিএমকে।

English summary
MK Stalin snub Narendra Modi after IT raid at his daughter's home in Chennai before election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X