For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীতীশকে থোরাই কেয়ার, আরও নতুন সাথী প্রশান্ত কিশোরের

আগামী বছর বিধানসভা নির্বাচন। সেদিকে খেয়াল রেখেই আরও এক রাজ্যদল প্রশান্ত কিশোরের আইপ্যাকের সঙ্গে চুক্তি করল।

  • |
Google Oneindia Bengali News

আগামী বছর বিধানসভা নির্বাচন। সেদিকে খেয়াল রেখেই আরও এক রাজ্যদল প্রশান্ত কিশোরের আইপ্যাকের সঙ্গে চুক্তি করল। তামিলনাড়ুতে দশকের বেশি সময় ক্ষমতার বাইরে থাকা এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে পোল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের সঙ্গে চুক্তি করেছে।

এআইডিএমকে-কে ক্ষমতাচ্যুত করতে চুক্তি

এআইডিএমকে-কে ক্ষমতাচ্যুত করতে চুক্তি

দীর্ঘ কয়েকদশক ধরে তামিলনাড়ুতে মূল লড়াই ডিএমকে ও এআইএডিএমকের মধ্যে। বর্তমানে ক্ষমতায় রয়েছে জয়ললিতাহীন ডিএমকে। তাদেরকেই ক্ষমতা থেকে সরাতে চায় চিরপ্রতিদ্বন্দ্বী ডিএমকে।

টুইটে জানান এমকে স্ট্যালিন

রবিবার প্রশান্ত কিশোরের সঙ্গে চুক্তির কথা জানিয়ে টুইট করেন এমকে স্ট্যালিন। তিনি জানান তামিলনাড়ুর পুরনো গৌরব ফিরিয়ে আনতে চান।

এমকে স্ট্যালিনকে ধন্যবাদ জানিয়ে টুইট আইপ্যাকের

স্ট্যালিনকে পাল্টা ধন্যবাদ জানিয়ে টুইট করেছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। তাদের তামিলনাড়ুর টিম এই কাজে সাহায্য করবে বলেও জানানো হয়েছে।

তৃণমূল ও আপের সঙ্গে আগেই চুক্তি হয়েছে আইপ্যাকের

তৃণমূল ও আপের সঙ্গে আগেই চুক্তি হয়েছে আইপ্যাকের

২০২১-এ পশ্চিমবঙ্গে নির্বাচনে জয়ের লক্ষে তৃণমূলের সঙ্গে ২০১৯-এ চুক্তি করেছে আইপ্যাক। পাশাপাশি দিল্লিতে আপের সঙ্গেও চুক্তি হয়েছে। এর আগে সিএএ নিয়ে বিরোধিতার জেরে জেডিইউ থেকে বহিষ্কার করা হয় প্রশান্ত কিশোরকে। বিহারে ২০১৫-র বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারকে সাহায্য করেছিলেন প্রশান্ত কিশোর। সফলও হয়েছিলেন তিনি।

English summary
MK Stalin-led DMK has roped in poll strategist Prashant Kishor for upcoming Assembly Election in Tamilnadu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X