For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দি নিয়ে অমিতকে বিঁধলেন ডিএমকে সুপ্রিমো এমকে স্টালিন

হিন্দি ভাষা দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি আক্রমণ করলেন ডিএমকে নেতা এমকে স্টালিন।

Google Oneindia Bengali News

হিন্দি ভাষা দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি আক্রমণ করলেন ডিএমকে নেতা এমকে স্টালিন। তিনি অভিযোগ করেছেন হিন্দি ভাষা নিয়ে বিজেপি যা করছে তাদের দেশের একতা বিপন্ন হওয়ার পথে। ভাষা নিয়েও দেশের মধ্য বিভেদ তৈরি করতে চাইছে বিজেপি। গোটা দেশে হিন্দি পড়ানো বাধ্যতামূলক করার বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হয়েছিল দক্ষিণ ভারত। বিজেপি হিন্দিকে রাষ্ট্রভাষা দাবি করে সব রাজ্যে হিন্দিতে সরকারি কাজ এবং হিন্দি ভাষা পড়ানো বাধ্যতামূলক করার কথা তুলেছিল। তাতেই তীব্র প্রতিবাদ জানায় দক্ষিণ ভারত।

হিন্দি নিয়ে অমিতকে বিঁধলেন ডিএমকে সুপ্রিমো এমকে স্টালিন

শনিবার হিন্দি ভাষা দিবসে একদেশ এক ভাষা করার দাবি তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকে বিতর্ক শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। বিশেষ করে দক্ষিণভারতের রাজনৈতিক দলগুলি এই নিয়ে সরব হয়েছে।

ডিএমকে নেতা এমকে স্টালিন, অমিত শাহকে তাঁর বক্তব্য ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। স্টালিনের দাবি সংবিধানে লেখা আছে ভারত একটি যুক্তরাষ্ট্র। একতাই ভারতের শক্তি। বৈচিত্রের মধ্যে ঐক্যই দেশের সম্পদ। এই সবকিছুকে তছনচ করে দিতে চাইছে বিজেপি সরকার। এমনই অভিযোগ করেছেন ডিএমকে সুপ্রিমো।

[ মমতার প্রতিশ্রুতির বহর দেখে ভানুর সিনেমার কথা মনে পড়ছে, কটাক্ষ দিলীপের][ মমতার প্রতিশ্রুতির বহর দেখে ভানুর সিনেমার কথা মনে পড়ছে, কটাক্ষ দিলীপের]

হিন্দিকে রাষ্ট্রভাষা ঘোষণা করে অমিত শাহ দক্ষিণ ভারতের নাগরিকদের দ্বিতীয় শ্রেিণর নাগরিকে পরিণত করতে চাইছেন বলে অভিযোগ করেছেন স্ট্যালিন।

 [ উ‌ৎপাদন শিল্প উন্নতির পথে, রপ্তানি বাণিজ্যেও গতি আসছে, দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর] [ উ‌ৎপাদন শিল্প উন্নতির পথে, রপ্তানি বাণিজ্যেও গতি আসছে, দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর]

English summary
MK Stalin criticising Amit Shah’s push for Hindi language
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X