For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এম জে আকবর–সাংবাদিক প্রিয়া রমানি মানহানি মামলায় রায় স্থগিত ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত

এম জে আকবর–সাংবাদিক প্রিয়া রমানি মানহানি মামলায় রায় স্থগিত ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত

Google Oneindia Bengali News

২০১৮ সালে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছিল মিটু আন্দোলন। এই ঝড়ে গা ভাসিয়ে বহু মহিলাই সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী ব্যক্তিত্বদের বিরুদ্ধে যৌন হেনস্থা, নির্যাতনের অভিযোগ তোলেন। এই বছরেই সাংবাদিক প্রিয়া রমানিও প্রাক্তন বিদেশ মন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। এই অভিযোগের পর এম জে আকরব মানহানি মামলা করেন প্রিয়া রমানির বিরুদ্ধে। বুধবার এই মামলায় দিল্লি আদালত জানিয়েছে যে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত রায় স্থগিত করা হয়েছে। ‌

এম জে আকবর–সাংবাদিক প্রিয়া রমানি মানহানি মামলায় রায় স্থগিত ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত


২০১৮ সালের ১৫ অক্টোবর প্রিয়া রমানির বিরুদ্ধে মানহানি মামলা করেন আকবর। প্রিয়া প্রাক্তন বিদেশমন্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু বছর আগে যখন তিনি সাংবাদিক ছিলেন সেই সময়কার যৌন হয়রানির কথা প্রকাশ্যে আনেন। আদালতে এই শুনানি চালাকালীন এম জে আকবর জানিয়েছেন যে তাঁর ভাবমূর্তি খারাপ করতে ওই সাংবাদিক ২০ বছর পর মিথ্যা অভিযোগ করছেন। যদি যৌন হেনস্থা হয়েই থাকে, তবে তিনি এতদিন চুপ ছিলেন কেন?‌ তবে এম জে আকবরের বিরুদ্ধে প্রিয়া রমানি ছাড়াও অন্য মহিলারাও যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন বলে আদালতকে জানিয়েছেন সাংবাদিক। প্রিয়া এও জানান যে বন্ধ ঘরে হওয়া ঘটনার কোনও সাক্ষী থাকে না।

২০১৮ সালের ১৭ অক্টোবর এম জে আকবর বিদেশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। মিটু আন্দোলনের সময় যে সব মহিলারা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন সেই সব অভিযোগ নস্যাৎ করে দেন প্রাক্তন বিদেশ মন্ত্রী।

English summary
Delhi court deferred MJ Akbar vs Priya Ramani defamation case till February 17
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X