For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যৌন হেনস্থার অভিযোগ এমজে আকবরের বিরুদ্ধে, খোয়াতে হতে পারে মন্ত্রিত্ব, চাপে কেন্দ্র

যা পরিস্থিতি এমজে আকবরকে মন্ত্রিত্বের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

  • |
Google Oneindia Bengali News

একজন নয়, পরপর চারজন মহিলা প্রখ্যাত সাংবাদিক তথা বর্তমানে বিজেপি সাংসদ তথা বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী এমজে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে সরব হয়েছেন। ফলে আচমকা এমন ঘটনায় বেশ চাপে কেন্দ্র। আফ্রিকা সফরে গিয়েছেন আকবর। খবর রটেছিল, তিনি সফর কাটছাঁট করে তড়িঘড়ি দেশে ফিরছেন।

যৌন হেনস্থা মন্ত্রিত্ব যেতে পারে এমজে আকবরের

তবে জানা গিয়েছে, তিনি সফরের মাঝে নয়, সফর শেষ করে রবিবার ফিরবেন। তবে যা পরিস্থিতি তাঁকে মন্ত্রিত্বের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। দলের কাজ সামলাবেন আকবর। যেকোনও মুহূর্তে বিজেপি দলের তরফে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হতে পারে।

এই মুহূর্তে আকবর ইকুইটোরিয়াল গিনিতে রয়েছেন। রবিবার ফিরবেন। তাঁর বক্তব্য শোনার পরই দল এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। আপাতত কোনও মামলা না হয়নি এই নিয়ে।

এমজে আকবর ২০১৪ সালের নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। ২০১৫ সালে তাঁকে রাজ্যসভার সাংসদ করা হয়। এবং ২০১৬ সালে তিনি বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হন। আকবর সাংবাদিক হিসাবে সুপ্রসিদ্ধ। দ্য টেলিগ্রাফ, এশিয়ান এজ, দ্য সানডে গার্ডিয়ানের মতো সংবাদপত্রের সম্পাদনা করেছেন তিনি।

English summary
MJ Akbar, facing #MeToo heat, may lose EA Ministry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X