For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের আগে বড় ধাক্কা! রাহুলের দল ছেড়ে ৭ বারের বিধায়কের যোগ মোদীর দলে

বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসে। নিজের পদে ইস্তফা দিয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন মিজোরাম বিধানসভার স্পিকার হাইফেই।

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসে। নিজের পদে ইস্তফা দিয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন মিজোরাম বিধানসভার স্পিকার হাইফেই। বিধানসভার ডেপুটি স্পিকারের কাছে ইস্তফা পত্র জমা দিলে তিনি তা গ্রহণ করেছেন। সাতবারের কংগ্রেস বিধায়ক ছিলেন এই হাইফেই।

ভোটের আগে বড় ধাক্কা! রাহুলের দল ছেড়ে ৭ বারের বিধায়কের যোগ মোদীর দলে

২৮ নভেম্বর মিজোরাম বিধানসভার নির্বাচন। তিন সপ্তাহের কিছু বেশি সময় বাকি রয়েছে নির্বাচনের। এরই মধ্যে সাতবারের কংগ্রেস বিধায়ক তথা বিধানসভার স্পিকার ইস্তফা দিয়েছেন নিজের পদে। ডেপুটি স্পিকার আর লালরিনাওমার কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। পাশাপাশি কংগ্রেস ভবনে গিয়ে দলের প্রাথমিক সদস্য পদেও ত্যাগও করেছেন হাইফেই।

সেপ্টেম্বর থেকে হাইফেইকে নিয়ে ৪০ সদস্যের বিধানসভায় ৫ কংগ্রেস বিধায়ক দলত্যাগ করলেন।

উত্তর পূর্বে একমাত্র মিজোরামেই ক্ষমতায় রয়েছে কংগ্রেস।

অসমের বিশিষ্ট বিজেপি নেতা তথা অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, হাইফেই বর্ষীয়ান নেতা। তিনি গেরুয়া দলে যোগ দেওয়ায় সংগঠন শক্তিশালী হবে বলে জানিয়েছেন তিনি।

যদিও, দলে যোগ দেওয়া নেতা হাইফেইকে মনোনয়ন দেওয়া হবে কিনা তা এখনও পরিষ্কার করা হয়নি বিজেপির তরফে।

পালাক আসন থেকে কংগ্রেসের প্রার্থী তালিকায় হাইফেইকে রাখা হয়েছিল। কিন্তু গত সপ্তাহেই তাঁর বিজেপিতে যোগদান নিয়ে গুঞ্জন শুরু হওয়ায় দলের সাধারণ সম্পাদক কেটি রকহাওকে ওই আসন থেকে মনোনয়ন দেওয়া হয়।

২০১৩-তে মিজোরামের পালাক আসন থেকে জয়ী হয়েছিলেন হাইফেই। ১৯৭২ থেকে ১৯৮৯ সালের মধ্যে ছয়বার তিনি বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি।

English summary
Mizoram speaker Hiphei resigns from Congress, joins BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X