For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিজোরামে মুখ্যমন্ত্রীই ভোটে লড়তে মনোনয়ন জমা করতে পারলেন না

মিজোরামের মুখ্যমন্ত্রী লাল থালহাওলা দুটি আসন থেকে ভোটে লড়ছেন। তার মধ্যে সেরচিপ থেকে মনোনয়ন জমা করতে ব্যর্থ হয়েছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

বাকী চারটি রাজ্যের সঙ্গে একসঙ্গে মিজোরামে বিধানসভা ভোট হতে চলেছে। সেখানকার মুখ্যমন্ত্রী লাল থালহাওলা দুটি আসন থেকে ভোটে লড়ছেন। তবে তার মধ্যে সেরচিপ থেকে মনোনয়ন জমা করতে ব্যর্থ হয়েছেন তিনি। কারণ বিক্ষোভকারীরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে সরানোর দাবি করেছে। সেজন্য রিটার্নিং অফিসারের অফিসও ঘেরাও করেছে।

মিজোরামে মুখ্যমন্ত্রীই ভোটে লড়তে মনোনয়ন জমা করতে পারলেন না

অতিরিক্ত ডেপুটি কমিশনার চৌহনুনা জানিয়েছেন, বিক্ষোভের জেরে মুখ্যমন্ত্রী চেষ্টা করেও মনোনয়ন জমা করতে পারেননি। ঘটনা হল, বিক্ষোভ দেখে আর সেদিকে এগোননি লাল। মনোনয়ন জমা না করেই ফিরে গিয়েছেন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এসবি শশাঙ্ককে সরানোর দাবিতে বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠন বিক্ষোভ দেখাচ্ছে। তিনি স্বরাষ্ট্র দফতরের মুখ্যসচিব লালনুনমায়িয়া চুয়াংকে সরিয়েছেন।

এই ঘটনায় মুখ্যমন্ত্রী লাল থালহাওলাও বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক এসবি শশাঙ্ককে সরানোর দাবি জানিয়ে।

এই ঘটনার পর আর একটি কেন্দ্র যেখানে লাল লড়ছেন সেই চম্ফাই দক্ষিণ কেন্দ্রে প্রচার করেছেন। মনোনয়ন জমা করার শেষ তারিখ ৯ নভেম্বর। তার মধ্যে মনোনয়ন মুখ্যমন্ত্রী লাল থালহাওলা জমা করতে পারেন কিনা সেটাই দেখার।

English summary
Mizoram CM Lal Thanhawla fails to submit nomination papers in home turf Serchhip
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X