For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিজোরামের বিধানসভা ভোটে-পরিসংখ্যানে রেকর্ড গড়েছেন কারা

গত ২৮ নভেম্বর দেশের উত্তরপূর্বের রাজ্য মিজোরামে ৪০ টি আসনে ভোটগ্রহণ হয়।

  • |
Google Oneindia Bengali News

গত ২৮ নভেম্বর দেশের উত্তরপূর্বের রাজ্য মিজোরামে ৪০ টি আসনে ভোটগ্রহণ হয়। উল্লেখ্য, দেশের রাজনৈতিক মানচিত্রে সেভাবে মিজো রাজনীতির প্রভাব না থাকলেও, মিজোরামে ২০১৮ বিধানসভা নির্বাচনে প্রভাব বিস্তার করতে চেয়েছিল বিজেপি। লোকসভাকে পাখির চোখ করে, উত্তরপূর্বেবিজেপির বিজয়ের দৌড়ে কেবল বাকি ছিল মিজোরাম। অন্যদিকে, নিজের গড় ধরে রাখার ক্ষেত্রে মিজোরামে বেশ সচেষ্ট হয় কংগ্রেস। তবে বিজেপি বা কংগ্রেস কেউই জিতে নিতে পারেনি মিজোরাম।

মিজোরামের বিধানসভা ভোটে-পরিসংখ্যানে রেকর্ড গড়েছেন কারা

এদিকে, মিজোরামের রাজনৈতিক প্রেক্ষাপটে ভোট পরিসংখ্যানে উঠে আসছে কিথু চমকপ্রদ তথ্য। তথ্য অনুযায়ী, দেখে নেওয়া যাক ২০১৮ সালে সবচেয়ে বেশি ব্যবধানে মিজেরামে কারা জিতে চলে এসেছেন রেকর্ডের তালিকায়।

মিজোরামের বিধানসভা ভোটে-পরিসংখ্যানে রেকর্ড গড়েছেন কারা

  • এমএনএফ-এর প্রার্থী লাল রুয়াতকিমা জিতেছেন ২৭২০ ভোটে।
  • এমএনএফ-এর প্রার্থী জোরামথাঙ্গা জিতেছেন ২৫০৪ ভোটে।
  • এমএনএফ-এর প্রার্থী কে পাচ্চুঙ্গা জিতেছেনব ২৪৪১ ভোটে।
  • এমএনএফ-এরকে বেচ্চুয়া জিতেছেন ২৪৬৮ ভোটে।
  • কংগ্রেস প্রার্থী নীহারকান্তি চাকমা জিতেছেন ২৩৮৫ ভোটে।

যদিও ভোটের সংখ্যার দিক থেকে ২০১৩ সালের ব্যবধান অনেকটাই বেশি ছইল উত্তপূর্বের এই রাজ্যে।

vমিজোরামের বিধানসভা ভোটে-পরিসংখ্যানে রেকর্ড গড়েছেন কারা

[আরও পড়ুন: বিজেপির শেষের শুরু হয়ে গেল! ২০১৯-এর কাউন্টডাউনে মমতা বললেন, সবার জয়][আরও পড়ুন: বিজেপির শেষের শুরু হয়ে গেল! ২০১৯-এর কাউন্টডাউনে মমতা বললেন, সবার জয়]

  • কংগ্রেসের বুদ্ধধন চমকা জেতেন ৮৭২৬ ব্যাবধানে।
  • কংগ্রেসের নীহারকান্তি চকমা জেতেন ৩৩৩৪ ভোটে।
  • কংগ্রেসের লালরিনলিয়ানা সাইলো ২৯৮৫ ভোটে জেতেন।

[আরও পড়ুন:২০১৯-এর মহড়ায় কংগ্রেস জয়ের দোরগোড়ায়, মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে কে][আরও পড়ুন:২০১৯-এর মহড়ায় কংগ্রেস জয়ের দোরগোড়ায়, মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে কে]

English summary
Mizoram Assembly Polls vote sharing update, Know the names who won in highest margins
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X