For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিজোরামে সান্ত্বনা পুরস্কার স্বরূপ সংখ্যাগরিষ্ঠতা পেল কংগ্রেস

Google Oneindia Bengali News

মিজোরামে সান্ত্বনা পুরস্কার স্বরূপ সংখ্যাগরিষ্ঠতা পেল কংগ্রেস
আইজল, ৯ ডিসেম্বর : দিল্লি,মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের পর আজ মিজোরাম বিধানসভায় নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে সমর্থ হল কংগ্রেস। বাকি চার রাজ্যে ভরাডুবির পর আজকের ফলের দিকে তাকিয়ে ছিল কংগ্রেস। এদিন ৪০ টি আসনের মধ্যে ২১টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে কংগ্রেস।একমাত্র মিজোরামেই কংগ্রেসের আধিপত্য বজায় থাকবে বলে বুথ ফেরত সমীক্ষায় ফলে জানা গিয়েছিল । সে কথা মিলেও গেল।

পঞ্চমবার মিজোরামে ক্ষমতায় এল কংগ্রেস

কংগ্রেস নেতা ও মুখ্যমন্ত্রী লাল থানহাওলা নবমবার বিধায়র হিসাবে জিতল। আর এই নিয়ে পঞ্চমবার কংগ্রেস সরকারে এল।

সকাল আটটা থেকে শুরু হয়েছিল ভোটগণনা। কড়া নিরাপত্তার মধ্যেই চলছিল ভোটগণনা। উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যে লড়াই মূলত কংগ্রেসের সঙ্গে মিজো ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের ছিল।

মিজোরাম বিধানসভার আসন সংখ্যা ৪০। এর মধ্যে ২০০৮ সালে ৩২টি আসন পেয়ে মিজোরামে সরকার গঠন করেছিল কংগ্রেস৷ এবারও রাজ্যের ৪০ আসনেই লড়েছে কংগ্রেস। বিজেপি ১৭ আসনে প্রতিদ্বন্দ্বীতায় ছিল।

গতকাল চার রাজ্যের বিধানসভা নির্বাচনের যা ফল তাতে আপাতত মাটি খুঁজে পাচ্ছে না কংগ্রেস। বিজেপি ঝড়ে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এই দল। মিজোরামে জয় এখন কংগ্রেসের শ্বান্তনা পুরস্কার।এখনও বেশ কয়েকটি আসনে ফল আসা বাকি আছে।

English summary
Mizoram assembly election verdict, congress won
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X