For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Miss Universe 2022: বিশ্বসুন্দরীর খেতাবের অংশ নিয়েছিলেন মিস ইন্ডিয়া দিভিতা রাই, জেনে নিন তাঁর পরিচয়

Miss Universe 2022: বিশ্বসুন্দরীর খেতাবের অংশ নিয়েছিলেন মিস ইণ্ডিয়া দিভিতা রাই, জেনে নিন তাঁর পরিচয়

Google Oneindia Bengali News

মিস ইউনিভার্স ২০২২-র খেতাব জিতলেন মিস আমেরিকা। ৭১ তম বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা জিতে নিলেন মিস আমেরিকা। অনেকদিন পর আমেরিকার ঝুলিতে এসেছে এই খেতাব। ফার্স্ট রানার আপ হয়েছেন মিস ভেলেজুয়েলা এবং সেকেন্ড রানার আপ হয়েছেন মিস ডোমানিকান রিপাবলিকান। মিস ইন্ডিয়া দিভিতা রাই।

আর-বনি গ্যাব্রিয়েল পরলেন সেরা সুন্দরীর মুকুট

মিস ইউনিভার্স ২০২২ সালে প্রতিযোগিতা হয়ে গেল। তাতে সেরার শিরোপা জিতে নিয়েছেন মিস আমেরিকা আর বনি গ্যাব্রিয়েল। ভারতও অংশ িনয়েছিল এই প্রতিযোগিতায়। মিস ইন্ডিয়া দিভিতা রাই অংশ নিয়েছিলেন প্রতিযোগিতায়। আমেরিকার লুসিয়ানার নিউ অরিল্যান্সে বসেছিল আসর। সেই প্রতিযোিগতায় সামিল হয়েছিলেন মিস ইন্ডিয়া দিভিতা রাই। দক্ষিণ ভারতের মেেয়।

দিভিতা কর্নাটকের ম্যাঙ্গালুরুর বাসিন্দা। তবে পড়াশোনা করেছেন মুম্বইয়ে। বাণিজ্য নগরির স্যার জেজে কলেজ থেকে আর্কিটেকচার নিয়ে স্নাতক হয়েছিলেন তিনি। ডিজাইনিং নিয়ে পড়াশোনা শেষ করার পর একটি ছবির ডিজাইন নিয়ে কাজ করছিলেন তিনি। কিন্তু তিনি বরাবরই মিস ইউনিভার্স হতে চাইতেন। ২০২১ সালে মিস ডিভা ইউনিভার্স প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন। তাঁর জায়গায় সান্ধু প্রতিযোগিতায় অংশ নেন। তারপরের বছর তিনি মিস ইউনিবার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তৈরি হতে থাকেন ।

একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত তিনি। নারী শিক্ষা, শিশু শিক্ষা সহ একাধিক বিষয় নিয়ে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। গত বছর হরনাজ সান্ধু জিতেছিলেন মিস ইউনিভার্স ২০২১ প্রতিযোগিতা। হরনাসের আগে ২ জন ভারতীয় মিস ইউনিভার্সের খেতাব জিতেছিলেন। ১৯৯৪ সালে সুস্মিতা সন এবং ২০০০ সালে লারা দত্তা।

English summary
Miss Universe 2022 Title win by Miss America
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X