For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্ধুর অভাব ভীষণ ভাবে অনুভব করছি, অরুণ জেটলিকে স্মরণ মোদী-শাহর

Google Oneindia Bengali News

অরুণ জেটলির মৃত্যু বার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আজ সকালে টুইট করেন তিনি৷ অরুণ জেটলিকে বন্ধু বলে উল্লেখ করেন টুইটবার্তায়৷ প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিকে টুইটবার্তায় শ্রদ্ধা জানান৷

অরুণ জেটলিকে স্মরণ মোদীর

প্রধানমন্ত্রী লেখেন, 'গতবছর আজকের দিনে অরুণ জেটলিকে আমরা হারিয়েছিলাম৷ আমি আমার বন্ধুকে ভীষণ মিস করি৷ তিনি কায়মনোবাক্যে দেশের কাজ করেছেন৷ তাঁর বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, ব্যক্তিত্ব মনে রাখার মতো৷'

কী বললেন অমিত শাহ?

প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিকে স্মরণ করে টুইট করেন ৷ অমিত শাহের বার্তা, 'অরুণ জেটলিজি একজন অসাধারণ রাজনীতিবিদ৷ তাঁর মতো বক্তা, ভালো মানুষ ভারতীয় রাজনীতিতে বিরল৷ তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী ও একজন সত্যিকারের বন্ধু৷ স্বচ্ছ লক্ষ্য ও দেশের প্রতি তাঁর অবদানের জন্য স্মরণীয় থাকবেন৷'

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের শ্রদ্ধাজ্ঞাপন

আর এক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং টুইটারে লেখেন, অরুণ জেটলি তাঁর কাছে প্রহেলিকার মতো ছিলেন৷ অনেকবছর ধরে তাঁর প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি ৷ তাঁর জীবনে জেটলিজির ভূমিকা বা অবদান ভোলার নয়৷

মুখতার আববাস নকভির টুইট

টুইটবার্তার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় মুখতার আববাস নকভি৷ তিনি লেখেন, দক্ষ প্রশাসক, সংগঠক অরুণ জেটলির মৃত্যু বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা৷ দেশের বিকাশে তাঁর অবদান গুরুত্বপূর্ণ৷

<strong>গভীর কোমায় আচ্ছন্ন কিম জং উন, উত্তর কোরিয়ার ক্ষমতা এবার বোনের হাতে!</strong>গভীর কোমায় আচ্ছন্ন কিম জং উন, উত্তর কোরিয়ার ক্ষমতা এবার বোনের হাতে!

English summary
Miss my friend, PM Modi tweets at first death anniversary of Arun Jaitley, Amit Shah tweets too
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X